কলকাতা, 7 নভেম্বর: ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা । তার জেরে বৃষ্টির ভ্রুকুটি । নতুন সপ্তাহে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে । তার জেরে নিম্নচাপ তৈরি হতে পারে । পরিণাম বৃষ্টি । যদিও হাওয়া অফিস বলছে পুরোটাই সম্ভাবনা । তারা পরিস্থিতির দিকে নজর রাখছে (West Bengal Weather Update) ।
হাওয়া অফিস আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলেছে, আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকাও মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে । ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে । দিনের আকাশের সূর্যের তাপ সেরকম জ্বালা ধরাবে না । রাতে পারদ পতন এবং হাওয়ায় ঠাণ্ডার শিরশিরানি অনুভব হবে । শুষ্ক আবহাওয়ার কারণে দুই বঙ্গের ছবিটা একই রকম । বাতাসের শিরশিরানির কারণে দুয়ারে শীত ভাবার কারণ নেই । চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও নামবে । হালকা চাদর গায়ে চড়াতে হতে পারে । তবুও পুরো দমে শীত পড়তে নভেম্বরের শেষ ।