পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: বাতাসে শিরশিরানি, তবুও শীত দুয়ারে নয় - West Bengal Weather Update

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলায় আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে । রাতে পারদ পতন এবং হাওয়ায় শিরশিরানি বজায় থাকলেও শীত এখন নয় (West Bengal Weather Update) ৷ শীত পড়তে নভেম্বরের শেষ ।

West Bengal Weather Update
বাতাসে ঠাণ্ডার শিরশিরানি, তবুও দুয়ারে শীত নয়

By

Published : Nov 7, 2022, 6:34 AM IST

Updated : Nov 7, 2022, 9:04 AM IST

কলকাতা, 7 নভেম্বর: ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা । তার জেরে বৃষ্টির ভ্রুকুটি । নতুন সপ্তাহে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে । তার জেরে নিম্নচাপ তৈরি হতে পারে । পরিণাম বৃষ্টি । যদিও হাওয়া অফিস বলছে পুরোটাই সম্ভাবনা । তারা পরিস্থিতির দিকে নজর রাখছে (West Bengal Weather Update) ।

হাওয়া অফিস আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলেছে, আজ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকাও মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে । ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে । দিনের আকাশের সূর্যের তাপ সেরকম জ্বালা ধরাবে না । রাতে পারদ পতন এবং হাওয়ায় ঠাণ্ডার শিরশিরানি অনুভব হবে । শুষ্ক আবহাওয়ার কারণে দুই বঙ্গের ছবিটা একই রকম । বাতাসের শিরশিরানির কারণে দুয়ারে শীত ভাবার কারণ নেই । চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও নামবে । হালকা চাদর গায়ে চড়াতে হতে পারে । তবুও পুরো দমে শীত পড়তে নভেম্বরের শেষ ।

আরও পড়ুন:দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভের মুখ দেখবেন কারা, জানুন রাশিফলে

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে । জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কম । সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামলেই শীত পড়েছে ধরা হয় । হাওয়া অফিস বলছে এখনই তার সম্ভাবনা নেই । বরং বাতাসের ঠাণ্ডার শিরশিরানিতে হালকা শীতের আমেজ নেওয়া যেতে পারে মাত্র । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ।

সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ । সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Nov 7, 2022, 9:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details