পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : আকাশ থাকবে মেঘলা, জগদ্ধাত্রী পুজোর নবমীতে বৃষ্টির সম্ভাবনা

শীত এসেছিল ৷ কিন্তু এর মাঝে বাধ সাধল বঙ্গোপসাগরের নিম্নচাপ ৷ তাই আগামী দিনগুলিতে দক্ষিণবঙ্গে এবং তৎসংলগ্ন উপকূল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, সঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়া অফিস ৷

By

Published : Nov 12, 2021, 11:33 AM IST

পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Forecast)
পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather Forecast)

কলকাতা, 12 নভেম্বর : শীতের আমেজ থমকে কিছুটা গরম ফিরে এসেছে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে । শুক্রবার আকাশ আংশিক মেঘলা থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল ৷ আজ তা যথাক্রমে 30 ডিগ্রি ও 23 ডিগ্রির মধ্যে থাকবে ৷ শনিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস ৷ শনিবার থেকে আগামী 4 দিন দক্ষিণবঙ্গে বজ্রপাত-সহ এক-দু'পশলা বৃষ্টি হতে পারে ৷ আবহওয়া অফিসের তরফে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন : Jagaddhatri Puja Immersion : প্রশাসনের অনুমতিতে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় সম্মতি হাইকোর্টের

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে গতকাল তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টি হয়েছে ৷ এখন শক্তি হারিয়ে নিম্নচাপটি তামলিনাড়ুর উত্তর উপকূল অঞ্চলে অবস্থান করছে ৷ তবে এর ফলে আজ ও আগামিকাল সিকিম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার গাঙ্গেয় উপকূলে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ 13 নভেম্বরের মধ্যে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে দক্ষিণ আন্দামান সাগরে ৷ এরও প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূল ভাগে ৷

উত্তরবঙ্গে শীতের আমেজ থাকলেও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হবে ৷ সপ্তাহের শেষ দু'টো দিন বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে ৷ শীতের তড়িঘড়ি আগমনী নিয়ে যাঁরা উৎসাহিত হয়ে উঠেছিলেন, তাঁরা এই আবহাওয়া পরিবর্তনে আশাহত হতে পারেন । কিন্তু হাওয়া অফিস আশ্বাস দিয়েছে এই পরিবর্তন সাময়িক । শীত তার চেনা রূপে দেখা দেবে খুব তাড়াতাড়ি ।

ABOUT THE AUTHOR

...view details