কলকাতা, 20 নভেম্বর : আসি আসি করেও শীত থমকে রয়েছে । ভোরের দিকে ঘন কুয়াশার জের এতটাই যে দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করতে হয়েছে । কুয়াশার ঘনত্ব থাকলেও সেই শিরশিরানি নেই । কয়েক সপ্তাহ আগে বাতাসে হিমেল স্পর্শ দেখে শীতের রোদ মাখার আদুরে স্বপ্ন দেখছিলেন যাঁরা, তাঁরা এখন হতাশ । আর আবহাওয়া দফতরও শীত নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি ৷
গতকাল কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 43 শতাংশ, যা শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সামান্য হলেও বেশি । সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়াতে শিরশিরানির বদলে হালকা গরম অনুভব হচ্ছে শহরবাসীর । আজ শনিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ উত্তরবঙ্গেও বিশেষ কোনও পরিবর্তনের কথা জানায়নি আবহাওয়া অফিস ৷