কলকাতা, 17 নভেম্বর : আজ থেকে বদলাবে রাজ্য়ে আবহাওয়া, বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ বেশ কিছুদিন ধরে মেঘলা আকাশের পর বুধবার থেকে রোদের দেখা পাবে কলকাতা, তৎসংলগ্ন অঞ্চলের বাসিন্দা এবং দক্ষিণবঙ্গের মানুষজন ৷ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷
গতকাল হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে হুগলির বিভিন্ন অংশে ৷ হালকা বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ৷ আর বাঁকুড়াতেও খুবই হালকা বৃষ্টিপাত হয়েছে ৷
গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 79 শতাংশ ও 73 শতাংশ ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷