পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Forecast : সকালে কুয়াশা থাকলেও রোদ ঝলমলে আকাশ ফিরছে দক্ষিণবঙ্গে

সপ্তাহের শুরুতে দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হলেও আজ থেকে পরিবর্তন হবে রাজ্যের দক্ষিণের আবহাওয়া ৷ মেঘ কেটে রৌদ্রজ্জ্বল আকাশ দেখবেন দক্ষিণবঙ্গবাসী ৷

কুয়াশাচ্ছন্ন আকাশ
কুয়াশাচ্ছন্ন আকাশ

By

Published : Nov 17, 2021, 8:10 AM IST

কলকাতা, 17 নভেম্বর : আজ থেকে বদলাবে রাজ্য়ে আবহাওয়া, বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৷ বেশ কিছুদিন ধরে মেঘলা আকাশের পর বুধবার থেকে রোদের দেখা পাবে কলকাতা, তৎসংলগ্ন অঞ্চলের বাসিন্দা এবং দক্ষিণবঙ্গের মানুষজন ৷ সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

গতকাল হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হয়েছে হুগলির বিভিন্ন অংশে ৷ হালকা বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ৷ আর বাঁকুড়াতেও খুবই হালকা বৃষ্টিপাত হয়েছে ৷

গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 79 শতাংশ ও 73 শতাংশ ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন : Howrah Station : হাওড়া স্টেশনেই হাতের মুঠোয় প্যাথলজি পরিষেবা

আজও কলকাতা ও তার আশপাশে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 3-5 দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা কিছু পরিবর্তন হবে না ৷

উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন শুষ্ক আবহাওয়া ছিল, তেমনই থাকবে ৷ দক্ষিণেও ফিরেছে শীতের আমেজ ৷ গতকাল কোচবিহারের পুন্ডিবাড়ি অঞ্চলে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল, যা রাজ্য়ে সবচেয়ে কম ৷ আবহাওয়ার এই খামখেয়ালিপনায় বাতাসের ঠাণ্ডা ভাব কমবে না, বরং হালকা একটা শিরশিরানি বজায় থাকবে । আর সঙ্গে স্বস্তির খবর, চলতি সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনা নেই ।

ABOUT THE AUTHOR

...view details