কলকাতা, 19 জুলাই: ফের ঘাটতি বৃষ্টিতে । জুন থেকে বৃষ্টিপাতের যে পরিসংখ্যান মিলেছে তাতে উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা কম হয়েছে । উত্তরে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে প্রথম থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কম । ফলে বঙ্গের বর্ষা পরিস্থিতির সামগ্রিক ছবিতে ঘাটতি ধরা পড়ছে । বর্তমানে বঙ্গোপসাগরের উপর দুটো ঘূর্ণাবর্ত ঘনীভূত হলেও তাতে বাংলার কোনও লাভ নেই । কারণ ঘূর্ণাবর্ত দুটোর অভিমুখই ওড়িশার দিকে । ফলে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিই আগামী পাঁচদিন জুটবে বঙ্গের ভাগ্যে।
আষাঢ় পেরিয়ে শ্রাবণ চলে এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি সেভাবে হয়নি । এর ফলে বিশেষ করে ধান চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানিয়েছেন, এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে । একটি হচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে । আগামী 48 ঘণ্টায় এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে এবং মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগর চাঁদবালি এবং আম্বিকাপুরের উপরে রয়েছে । এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলাঙ্গানায় । এই সিস্টেমের ফলে আমাদের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । এর ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে । বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 36 শতাংশ, কলকাতায় 47 শতাংশ এছাড়াও গোটা রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে 13 শতাংশ ।