কলকাতা, 1 অগস্ট: দুপুরেই সন্ধ্যা নামল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে । উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে বেলার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে । উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 14টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
নিম্নচাপটি উত্তর বঙ্গোসাগরের মাঝামাঝি এলাকায় অবস্থান করছে । এই নিম্নচাপ ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাবে ঘণ্টায় 6 কিলোমিটার গতিবেগে । ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে সরে যাবে ৷ তবে এখন সেটি খেপুপাড়া থেকে 60 কিলোমিটার দূরে এবং দীঘা উপকূল থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে । এর ফলে ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে ।
উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে । উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে । মৎস্যজীবীদের আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত । মঙ্গলে বৃষ্টির পরিমাণ বাড়বে । ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ।