পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: শহরজুড়ে মেঘের ঘনঘটা, নামল ঝমঝমিয়ে বৃষ্টি - occurred

মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস ৷ নিম্নচাপ ঘনীভূত হতেই শহরজুড়ে ঝমঝমিয়ে শুরু বৃষ্টি ৷ বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
শহরজুড়ে মেঘের ঘনঘটা

By

Published : Aug 1, 2023, 6:13 PM IST

কলকাতা, 1 অগস্ট: দুপুরেই সন্ধ্যা নামল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে । উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে বেলার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে । উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের 14টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

নিম্নচাপটি উত্তর বঙ্গোসাগরের মাঝামাঝি এলাকায় অবস্থান করছে । এই নিম্নচাপ ক্রমশ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে চলে যাবে ঘণ্টায় 6 কিলোমিটার গতিবেগে । ক্রমশ নিম্নচাপটি বাংলাদেশ উপকূলের দিকে সরে যাবে ৷ তবে এখন সেটি খেপুপাড়া থেকে 60 কিলোমিটার দূরে এবং দীঘা উপকূল থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছে । এর ফলে ইতিমধ্যে ভারী বৃষ্টি শুরু হয়েছে ।

উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে । উত্তর বঙ্গোপসাগর এলাকার সমুদ্র উপকূলে 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে । মৎস্যজীবীদের আজ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি বুধবার পর্যন্ত । মঙ্গলে বৃষ্টির পরিমাণ বাড়বে । ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে । তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি; অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি হবে । বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় । 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ।

আরও পড়ুন : নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কমবে ঘাটতি

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা জেলাতেও । এছাড়াও হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পুরুলিয়া জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস । বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে । তবে ভারী বৃষ্টির ফলে কলকাতা ও সুন্দরবনের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে । নদীর জল বাড়তে পারে । ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমতে পারে । জুন মাসের তৃতীয় সপ্তাহে শেষবারের মত ভারী বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে । এই ভারী বৃষ্টিতে আমন ধানের চাষের কিছুটা হলেও সুবিধা হবে ।

ABOUT THE AUTHOR

...view details