পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update Today: একলাফে 5 ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা, সংক্রান্তিতেও উধাও ঠান্ডা

পৌষ মাসের শেষ ৷ আজ মকর সংক্রান্তি ৷ তাও দেখা নেই হাড় কাঁপানো ঠান্ডার ৷ সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই চড়তে শুরু করেছে পারদ (Weather Update of West Bengal) ৷ বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ করছে । তাছাড়া ঘন কুয়াশার কারণেই কমেছে ঠান্ডা ৷ এবার একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল 5 ডিগ্রি

Weather Update
সংক্রান্তিতে নেই ঠান্ডা

By

Published : Jan 14, 2023, 7:03 AM IST

Updated : Jan 14, 2023, 8:28 AM IST

আরও চড়বে পারদ

কলকাতা, 14 জানুয়ারি: পৌষেই কি শেষ কনকনে শীতের দাপট ? এবার কি তবে বিদায়ের পালা? সেই ইঙ্গিত মিলছেও ধীরে ধীরে । মকর সংক্রান্তির কয়েকদিন আগে থেকে পারদের উর্ধ্বগতিতে সেই শঙ্কা দেখা দিয়েছিল (imd forecast weather update of west Bengal)। আর শনিবার একলাফে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল 5 ডিগ্রি সেলসিয়াস। ফের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ, ঘন কুয়াশা কয়েকদিন আগের শীতের আমেজে বড়সড় ধাক্কা দিয়েছে । আবহাওয়ার এই ওঠানামায় সর্দিকাশির মতো অসুস্থতা বাড়ছে । চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন । বিশেষ করে শ্বাসকষ্ট জনিত অসুখে ভোগা ব্যক্তিদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তারা ।

আলিপুর আবহাওয়া দফতরের কথায় শীতের দাপটে রাশ টানার জন্য পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বিপত্তি (West Bengal Weather Update)। যার জেরে আজ এবং আগামিকাল পারদ চড়বে । ফলে ধরে নেওয়া যায় সংক্রান্তিতে কনকনে ঠান্ডার আমেজ মিলবে না । আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আপাতত বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা । আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়বে । কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে । আগামী মঙ্গলবার অর্থাৎ 17 জানুয়ারি দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ফের কমতে শুরু করবে । তা কমে 15 ডিগ্রিতে নেমে আসবে ।"

আরও পড়ুন:কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি, ভাগ্যের জোরে বসের মন জয় করবেন কারা ? জানুন রাশিফলে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই 24 পরগনাতে ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে । উত্তরবঙ্গেও আগামী 24 ঘণ্টা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টা উত্তর বঙ্গের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে । প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে তাপমাত্রা বাড়বে এবং কুয়াশা থাকবে । শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমান 96 শতাংশ । শনিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Jan 14, 2023, 8:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details