কলকাতা, 9 জানুয়ারি:মকর সংক্রান্তিতে ফিরবে শীত ৷ বলা যায় চলতি সপ্তাহের শনিবার থেকে দাপট দেখাবে শীত ৷ এমনটাই পূর্বাভাস মিলেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শীত মুখ থুবড়ে পড়েছে। ফলে আবার কবে প্রত্যাবর্তন কবে, সেই অপেক্ষা করছিলেন শীত বিলাসীরা ৷ অবশেষে হাওয়া অফিসের পূর্বাভাস মিলল । এখন মকর সংক্রান্তির পর্যন্ত অপেক্ষায় শীত প্রেমীরা ৷
সপ্তাহ শেষে মকর সংক্রান্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 17 তারিখ পর্যন্ত বঙ্গে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের আভাস নেই। মূলত উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাস ওই সময় গঙ্গাসাগরে বইবে। আবহাওয়া শুষ্ক থাকবে। এর ফলে কুয়াশা থাকবে । 500 মিটার পর্যন্ত দৃষ্টিপথ বাধাপ্রাপ্ত হতে পারে। মকর সংক্রান্তির সময়ে আবহাওয়ার এই পূর্বাভাস আশার আলো দেখালেও বৃহস্পতিবার পর্যন্ত ঠান্ডা সেভাবে কামড় বসাতে পারবে না ৷ তাই গরমের জামা কাপড় গায়ে রাখতেও বেশ সমস্যা হবে ৷
বঙ্গে শীত ধাপে ধাপে পড়ে। যার প্রথম ধাপ ইতিমধ্যে ডিসেম্বরে মিলেছে। সোমবার পারদ ছিল উর্ধ্বমুখী। আজ মঙ্গলবারও পারদ খানিক উপরে দিকেই থাকবে। সোমবার পশ্চিমী ঝঞ্ঝা এসেছে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ এবং উত্তরপ্রদেশে। লাক্ষাদ্বীপের ঘূর্নাবর্ত থেকে মধ্যভারতের বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তার প্রভাবে তাপমাত্রা বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে বাতাস থমকে গিয়েছে। সপ্তাহের শেষে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। ঘুরে দাঁড়াবে শীত।
এবার মকর সংক্রান্তির সময় দ্বিতীয় ধাপ আসতে চলেছে। ভৌগোলিক অবস্থানগত কারনে বঙ্গে টানা শীত পাওয়া সম্ভব নয়। তবে ধাপে ধাপে শীত পড়লেও, একটু বেশি সময় ধরে না থাকে তবে শীতবিলাসীদের মন খারাপ হতেই পারে ৷ সোমবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 92 শতাংশ। আজ মঙ্গলবার ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও, দিন রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 25ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন:
- মঙ্গলে ভাগ্য খুলবে কাদের, জানুন রাশিফলে
- শিশুর মুখে 'ভালোলাগছে না' শুনে বিরক্ত হবেন না, বরং তাকে ব্যস্ত রাখুন
- ইঞ্জিন বিভ্রাট, মাঝ আকাশ থেকে ফিরল ভুবনেশ্বরগামী বিমান