কলকাতা, 26 ফেব্রুয়ারি: দিনে গরম রাতে কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া (IMD Weather Forecast Rain Possibility) । ঠান্ডা- গরমের এই মিশ্র আবহাওয়াই আপাতত চলবে । ফলে ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিনও এভাবেই চলবে । তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । কেন এই গরম এবং তাপমাত্রার বৃদ্ধি ? বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Kolkata Weather)। ফলে বাতাসে প্রচুর পরিমানে জলীয় বাষ্প-সহ বাতাস প্রবেশ করায় আর্দ্রতার পরিমাণ বেড়েছে এবং অস্বস্তিও বৃদ্ধি পেয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন, "ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই । কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রির মধ্যে থাকবে । রাতের তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি থেকে 24 ডিগ্রির মধ্যে । মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে । সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে । দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । যদিও উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে ৷ দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে ।" ঠান্ডা গরমের এই ওঠা নামার কারণে অস্বস্তিতে জনজীবন ।