কলকাতা, 19 নভেম্বর : নভেম্বরের শেষে শীত আসা নিয়ে একটু হলেও ধোঁয়াশা তৈরি হয়েছে । অথচ ক'দিন আগের আবহাওয়াতেও ঠান্ডার শিরশিরানি দেখে ভুলে যেতে বসা হেমন্তকাল তার উপস্থিতি জানান দিয়েছিল । হেমন্তের কড়া নাড়া মানেই তো দুয়ারে শীত ।
মাঝে আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি শীতের আমেজকে থমকে দিয়েছিল । এমনকি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে দু-এক পশলা বৃষ্টির আশঙ্কা ছিল । কিন্তু হাওয়া অফিস বলছে রোদ থাকবে কলকাতা এবং তৎপার্শ্বর্তী অঞ্চলে ।
কলকাতা ও আশপাশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65 শতাংশ ৷