পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake IAS : মুচিপাড়া থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ আইএমএ-র রাজ্য শাখার - Kolkata Crime news

বৃহস্পতিবার রাতে আইএমএ-র রাজ্য শাখার তরফে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷

Muchipara Police Station
দেবাঞ্জন দেব

By

Published : Jun 25, 2021, 3:39 PM IST

Updated : Jun 25, 2021, 6:19 PM IST

কলকাতা, 25 জুন : দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) তরফে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের হল। ইতিমধ্যেই আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেনের সঙ্গে দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে এসেছে । এরপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । সেক্ষেত্রে এবার আইএমএ-র রাজ্য শাখার তরফে মুচিপাড়া থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার রাতে এই অভিযোগ দায়ের হয়েছে ।

ইতিমধ্যেই শান্তনু সেন তাঁর ফেসবুকে বিবৃতি দিয়ে জানিয়েছেন, দেবাঞ্জন দেব একজন ভুয়ো আমলা । করোনার প্রথমকালে একাধিক সংগঠনের তরফে মাস্ক ও স্যানিটাইজ়ার দিয়ে আইএমএকে সাহায্য করেছিল । দেবাঞ্জন দেবের থেকেও মাস্ক ও স্যানেটাইজ়ার নিয়েছিল আইএমএ ।

পাশাপাশি রাজ্য পুলিশের সিআইডির গোয়েন্দারাও দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করেন । গতরাতে দেবাঞ্জনের সঙ্গে তাঁরা কথা বলেন । ভবানী ভবন সূত্রে খবর, সিআইডি সম্প্রতি আসানসোল থেকে একজন ব্যক্তিকে ভুয়ো আইএএস কাণ্ডে গ্রেফতার করেছে । তাকে বিস্তর জিজ্ঞাসাবাদের পর একাধিক নাম উঠে আসে রাজ্য পুলিশের গোয়েন্দাদের হাতে ।

ওই ঘটনার কয়েকদিন পর কলকাতা পুলিশের হাতে ধরা পড়েছে ভুয়ো আইএএস কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব । এই দেবাঞ্জনের সঙ্গে আসানসোল থেকে ধৃতের কোনও আঁতাত রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : Fake Covid Vaccination : অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল দেবাঞ্জন

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । সূত্রের খবর, দেবাঞ্জন-কাণ্ডের বেশকিছু নথিপত্র ইতিমধ্যে লালবাজার থেকে ভবানী ভবনে চাওয়া হয়েছে ।

দেবাঞ্জন দেব কাণ্ডে এবার কলকাতা পুলিশের স্ক্যানারে বড়বাজারের এক ওষুধ ব্যবসায়ী । নাম সঞ্জয় মুখিয়া । বড়বাজারে তার ব্যবসা বলে জানাচ্ছেন গোয়েন্দারা । লালবাজার সূত্রে খবর, তদন্তের ক্ষেত্রে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । জেরায় ধৃত দেবাঞ্জন দেব পুলিশকে ওই ব্যবসায়ীর নাম বলেছে বলে সূত্রের খবর । পুলিশের দাবি দেবাঞ্জন দেব ওই ব্যবসায়ীর কাছ থেকে স্যানিটাইজ়ার ও উদ্ধার হওয়া ওষুধগুলি কিনেছিল ।

পাশাপাশি দেবাঞ্জনের এক সাগরেদকে আটক করেছে তালতলা থানার পুলিশ । প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা । তালতলায় দেবাঞ্জনের একটি গোডাউন ছিল । সেই গোডাউনে মজুত করা ছিল ওষুধ । সূত্রের খবর, তালতলার ওই গোডাউনের দেখাশোনার দায়িত্বে ছিল দেবাঞ্জনের ওই সাগরেদ।

Last Updated : Jun 25, 2021, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details