পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 30 লাখ টাকা অনুদান IMA-র রাজ‍্য শাখার

কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন স্থান থেকে আর্থিক সাহায্য আসছে । বিভিন্ন ব্যক্তি, সংগঠনের তরফেও ত্রাণ তহবিলে দান করা হচ্ছে । এবার চিকিৎসকদের দেশজোড়া সংগঠন IMA-এর রাজ্য শাখা গতকাল এই ত্রাণ তহবিলে 30 লাখ টাকা দান করে ।

ছবি
ছবি

By

Published : Apr 5, 2020, 9:46 AM IST

কলকাতা, 4 এপ্রিল : নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিচ্ছে অনেক সংস্থাই। বিভিন্ন ব্যক্তির তরফেও ত্রাণ তহবিলে দান করা হচ্ছে । এবার অনুদান দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর রাজ্য শাখা ।

চিকিৎসকদের দেশজোড়া সংগঠন IMA-এর রাজ্য শাখা গতকাল এই ত্রাণ তহবিলে 30 লাখ টাকা দান করে । IMA বেঙ্গলের সেক্রেটারি চিকিৎসক শান্তনু সেন একথা জানিয়েছেন।

তবে শুধুমাত্র এই 30 লাখ টাকা নয় , শান্তনু সেন বলেন, "COVID-19-এর মোকাবিলায় ইতিমধ্যেই আমরা রাজ‍্য সরকারকে 50 হাজার ক্লোরোকুইন ট্যাবলেট দিয়েছি । আমরা ফান্ড কালেক্ট করছি । যাঁরা COVID-19-এর চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য কিছু গ্লাভস, মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) কিনে দেব । রাজ্য সরকারকেও কিছু গ্লাভস, মাস্ক এবং পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (PPE) দেব । প্রতিটি জেলা থেকে 25 জন করে চিকিৎসকের নামের তালিকাও আমরা পাঠিয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details