পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Basu: রাজ্য আলোচনা চাইলেও রাজ্যপাল একাই সব করতে চান, ক্ষোভের সুর ব্রাত্যর গলায় - ব্রাত্য বসু

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল আইএলএসআর ৷ আজ রাজারহাটে এই মউ স্বাক্ষরিত হয় ৷

Bratya Basu
Bratya Basu

By

Published : May 26, 2023, 7:06 PM IST

Updated : May 26, 2023, 8:13 PM IST

রাজ্যপালকে নিয়ে ক্ষোভের সুর ব্রাত্যর গলায়

রাজারহাট, 26 মে:রাজভবন বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের শো-কজ করেছে ৷ তা কি আইনি নাকি বেআইনি ? এ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । এই নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও শুক্রবার তিনি জানিয়েছেন । এ দিন একটি সাংবাদিক সম্মেলনে ব্রাত্যর মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি ক্ষোভ ধরা পড়েছে ৷ তিনি বলেন, রাজ্য সরকার বার বার রাজ্যপালের সঙ্গে আলোচনা চাইছে, সদর্থক বৈঠক চাইছে । কিন্তু রাজ্যপাল একক ভাবে সব কিছু করতে চাইছেন । রাজ্যপাল আইনত এটি করতে পারেন কি না, সেই প্রশ্ন তোলেন ব্রাত্য ।

শুক্রবার ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ । এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইএলএসআর-এর অধিকর্তা স্বাতী গুহ ।

পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীন থাকা গবেষণা এবং উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর) এর সঙ্গে আজ রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল রাজারহাটের আসন্ন ভবনে । কলকাতার সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হল ।

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এই মউ স্বাক্ষরিত হয় । এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের অধিকর্তা ড. স্বাতী গুহ । এই সমঝোতা স্মারকের লক্ষ্য হল সাঁওতালি ও কুর্মালি ভাষা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চতর গবেষণা ও পঠন-পাঠন নিশ্চিত করা, সংস্কৃত ভাষায় উচ্চতর গবেষণার সুযোগ তৈরি করা, বিপন্ন বই, পত্র-পত্রিকার বৈদ্যুতিন আর্কাইভ তৈরি করা, বিভিন্ন বিপন্ন ভাষার চর্চা ও অনুবাদের দিকটিতে গুরুত্ব দেওয়া এবং সাধু রামচাঁদ মুর্মুর রচনাবলীকে বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া ।

শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসু এই অনুষ্ঠানে ভাষা ও সাংস্কৃতির অধ্যয়ন এবং গবেষণার প্রচারে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আইএলএসআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাঁর বক্তব্য পেশ করেন । পাশাপাশি, এ দিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাশের হার কমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া চর্চার বিষয়েও উষ্মা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ৷

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফল । আজ প্রকাশ পেয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল । এরপর প্রশ্ন কলেজে ভর্তি নিয়ে । কবে নির্দেশিকা বেরবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । তবে সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রীর জবাব, আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে নির্দেশিকা জারি করা হবে ।

আরও পড়ুন:'যেরকম স্বেচ্ছাচারিতা দেখব, সেরকম ব্যবস্থা', বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের হস্তক্ষেপে বিস্ফোরক ব্রাত্য

Last Updated : May 26, 2023, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details