পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনের মাঝে বেআইনি মদ বিক্রি, তিলজলায় গ্রেপ্তার 1 - kolkata

লকডাউনের জন্য বন্ধ বিভিন্ন দোকান । বাদ যায়নি মদের দোকানগুলিও । এই সুযোগকে কাজে লাগিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করছিল এক যুবক। তিলজলা থানার চৌবাগা রোড এলাকায় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তার কাছে উদ্ধার হচ্ছে প্রচুর বিদেশি মদ ।

accused
অভিযুক্ত

By

Published : Apr 2, 2020, 7:28 AM IST

কলকাতা, 2 এপ্রিল: দেশজুড়ে চলছে লকডাউন । ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ । শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় ও জরুরি জিনিস ছাড়া সবকিছুর দোকান বন্ধ । বন্ধ রয়েছে মদের দোকান । এই সুযোগকে কাজে লাগিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করছিল এক যুবক। তিলজলা থানার চৌবাগা রোড এলাকায় এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিদেশি মদ ।

লকডাউনের সুযোগে চলছে কালোবাজারি । একদিকে বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম । আলু থেকে শুরু করে সবজি সবকিছুরই দাম বেড়েছে । এমনকী দাম বেড়েছে চাল, ডাল, তেলের । সেই কালোবাজারি বন্ধের লক্ষ্যে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছে নবান্ন । বাজার সংক্রান্ত রাজ্যের টাস্কফোর্সের পাশাপাশি কালোবাজারি রুখতে মাঠে নেমেছেন গোয়েন্দারা । কলকাতাসহ জেলার বাজারগুলিতে হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । এরই মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি শুরু হয়েছে মদের কালোবাজারিও । কারণ, কোরোনা আতঙ্কে একেবারেই ভাবিত নয় মদ্যপরা । তারা বেরিয়ে পড়ছে বেআইনি মদের খোঁজ করতে । যদিও চিকিৎসকরা বলছেন, কাচের উপরে দীর্ঘক্ষণ জীবিত থাকে কোরোনা ভাইরাস । মদের বোতল কিনে কোনও কিছুর তোয়াক্কা না করেই মদ্যপরা বাড়ি নিয়ে যাচ্ছে তা । যার জেরে যথেষ্ট ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে ।

এদিকে রাজ্যের আবগারি বিভাগ খবর পায়, 12/2 চৌবাগা রোডে চলছে বেআইনি মদের কারবার । সেখানে ভিড় করছে মদ্যপরা । খবর পেয়ে হানা দেয় আবগারি বিভাগের অফিসাররা । হাতেনাতে গ্রেপ্তার করা হয় 24 বছরের করণ হেলা নামে এক বেআইনি মদ কারবারিকে । তার বাড়ি C N রায় রোডে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে 20.25 লিটার বিদেশি মদ । এই অভিযানে ছিল তিলজলা থানার পুলিশ । যৌথভাবে করণকে গ্রেপ্তার করা হয়েছে।



ABOUT THE AUTHOR

...view details