কলকাতা, 8 মার্চ : করোনা আবহে ক্রমেই বেড়ে চলেছে জাল স্ট্যাম্প পেপারের রমরমা কারবার ৷ যার ফলে কোটি কোটি টাকা সরকারি কোষাগারে ঢোকার পরিবর্তে ঢুকছে অপরাধীদের পকেটে ৷ শহরের অলিগলি থেকে রাজ্যজুড়ে চলছে এই জালি কারবার ৷ পুলিশ সূত্রে দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত-ই এই চোরা কারবারির মূল ঘাঁটি ৷
সাধরণত বিভিন্ন আদালত চত্বরেই স্ট্যাম্প পেপার পাওয়া যায় ৷ জমি, বাড়ি, দলিল সংক্রান্ত বিভিন্ন কাজে এই স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয় ৷ আর এথেকেই সরকারের বিপুল রাজস্ব আয় হয় ৷ কিন্তু বর্তমানে এই স্ট্যাম্প পেপার জালিয়াতির কারণে সরকরের রাজস্বে ভাটা পড়ছে ৷ এবিষয়ে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌশিক দত্ত বলেন," স্ট্যাম্প পেপার জালিয়াতি মূলত দুই ভাবে হয় । প্রথমত, গোটা স্ট্যাম্প পেপারই নকল হয় ৷ দ্বিতীয়ত , কিছু মানুষ স্ট্যাম্প পেপার জমিয়ে রেখে দেয় ৷ পরে সংকটকালে স্ট্যাম্প পেপার বিক্রি করে সেগুলির কালোবাজারি শুরু করে ৷ "