বিধাননগর, 14 এপ্রিল : পেয়িং গেস্টের আড়ালে মধুচক্রের আসর চালানোর অভিযোগে দুই মহিলা সহ ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি সল্টলেকের সুকান্তনগরের।
পেয়িং গেস্টের আড়ালে মধুচক্রের আসর, গ্রেপ্তার 6
মধুচক্রের আসর চাসলানোর অভিযোগে দুই মহিলা সহ ছয়জনকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সল্টলেকে সুকান্তনগরে পেয়িং গেস্টের আড়ালে মধুচক্রের আসর চলছিল।
ছবিটি প্রতীকী
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকমাস ধরে ওই গেস্ট হাউজ়ে মধুচক্রের আসর চলছিল। কয়েকজন মহিলা সেখানে নিয়মিত যাতায়াত শুরু করে। খুব কম সময়ের জন্য তারা থাকত। সন্দেহ বাড়ে তাঁদের। পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।