কলকাতা, 24 ডিসেম্বর: পূর্ব কলকাতার জলাভূমি সংরক্ষণে 4 সপ্তাহের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC Order In Kolkata)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে বিধাননগর পৌরনিগমকে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যসচিবের হয়ে গোটা রাজ্যের জলাভূমির কি পরিস্থিতি ও সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত ম্যাপ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জলাভূমি সংরক্ষণ বিভাগের চেয়ারম্যানকে। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেআইনিভাবে জলাভূমি ভরাট এবং বেআইনি নির্মাণের (illegal construction in east Kolkata) বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। পূর্ব কলকাতার বিধাননগর এলাকায় জলাভূমি ভরাট করে দোতলা বাড়ি নির্মাণ করা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।