পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HC Order in Kolkata: পূর্ব কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের - illegal construction in east Kolkata area demolition order by Calcutta high court

আগামী 4 সপ্তাহের মধ্যে পূর্ব কলকাতা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC Order In Kolkata)। এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷

HC Order In Kolkata
পূর্ব কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ হাইকোর্টের

By

Published : Dec 24, 2021, 8:39 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: পূর্ব কলকাতার জলাভূমি সংরক্ষণে 4 সপ্তাহের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC Order In Kolkata)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে বিধাননগর পৌরনিগমকে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যসচিবের হয়ে গোটা রাজ্যের জলাভূমির কি পরিস্থিতি ও সংরক্ষণ সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত ম্যাপ হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জলাভূমি সংরক্ষণ বিভাগের চেয়ারম্যানকে। আগামী 21 ফেব্রুয়ারির মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেআইনিভাবে জলাভূমি ভরাট এবং বেআইনি নির্মাণের (illegal construction in east Kolkata) বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। পূর্ব কলকাতার বিধাননগর এলাকায় জলাভূমি ভরাট করে দোতলা বাড়ি নির্মাণ করা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

আরও পড়ুন: ভবানী ভবনে মমতার পোস্টারে বিতর্ক, সরব শুভেন্দু

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগর কমিশনারেটকে নির্দেশ দিয়েছিল এই অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দিতে। আজ বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয় ওই নির্মাণ বেআইনি। মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতায় জল জমার সমস্যা থেকে একাধিক সমস্যার হাত থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার জলাভূমি সংরক্ষণ করতে চায় বলেও উল্লেখ করেন। তিনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে বলেন, "কলকাতা হাইকোর্ট বিষয়টিকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করে কমিটি গঠন করে এই বিষয়ে তদন্ত করে দেখুক। তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই বিষয়ে নির্দেশ দিতে পারবে।" আগামী 21 ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details