পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bowbazar Metro Incident : কেএমআরসিএলকে পরামর্শ দেবে আইআইটি রুরকির বিশেষজ্ঞরা - Kolkata Metro Rail Corporation KMRCL

2019-এর পর মেট্রোর কাজে ফের ফাটল দেখা দিয়েছে বউবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ৷ ঘর ছেড়েছেন অনেকেই ৷ বাকি যাঁরা রয়ে গিয়েছেন তাঁরাও আতঙ্কে প্রহর গুনছেন ৷ এবার কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে পরামর্শ দিতে পারে রুরকির বিশেষজ্ঞ দল (Bowbazar Metro Incident) ৷

East-West Metro KMRCL
কেএমআরসিএল

By

Published : May 15, 2022, 7:35 AM IST

কলকাতা, 15 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আবারও বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে । ঘরছাড়া এলাকার মানুষজন । মাটির নিচ থেকে হঠাৎ জল বেরিয়ে আসতে শুরু করেছিল । আরও পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে । ফলে রাতারাতি ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে বাসিন্দাদের । আর যাঁরা রয়ে গিয়েছেন, তাঁদের দিনরাত কাটছে আতঙ্কের মধ্যে । এই জলস্তরের জন্যই 2019-এর পরে 22' বিপত্তি । কেএমআরসিএল-এর (Kolkata Metro Rail Corporation, KMRCL) পক্ষ থেকে আইআইটি রুরকির বিশেষজ্ঞরা কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন । শনিবার এমনটাই জানানো হয়েছে (IIT Roorkee expert committee to form to oversee KMRCL Bowbazar Metro Work) ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত কাজ চলছে ৷ 2019 সালের ঠিক 2 বছর 9 মাস পরে একই বিপর্যয় দেখা দিয়েছে বউজাবারে ৷ সুড়ঙ্গে কাজের সময় এবারও জল ঢুকে বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দেয় । আপাতত জল আটকানো গিয়েছে ৷ ফের কাজ চালু হলে কোনও জিও টেকনিক্যাল সমস্যা হতে পারে কি না, তা খতিয়ে দেখতে আসছে বিশেষজ্ঞদের একটি দল । জানা গিয়েছে, আইআইটি রুরকির সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরামর্শ নেওয়া হতে পারে ।

আরও পড়ুন : Bowbazar Metro Incident : বউবাজারে ধসের পূর্বাভাস কি রেল মন্ত্রকের কাছে আগেই ছিল?

কেএমআরসিএল-এর ডিরেক্টর (প্রজেক্ট) এন সি কারমালি বলেন, "এই বিশেষজ্ঞ দলে কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি । তবে আগামী সপ্তাহের মধ্যেই দলের সদস্য এবং নেতৃত্ব কে দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে । আইআইটি রুরকির বিশেষজ্ঞরা থাকতে পারেন ।"

তিনি আরও বলেন, "সুড়ঙ্গে যে জল প্রবেশ করছিল, তা আপাতত বন্ধ করা হয়েছে ৷ কংক্রিটের একটি স্ল্যাব দিয়ে যেখানে জল ঢুকছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে । তবে কাজ শেষ করতে গেলে এখন যে কংক্রিটের স্ন্যাপটি দিয়ে জল বন্ধ করা হয়েছে, সেটিকে সরিয়ে ওই জায়গা থেকে পাকাপোক্তভাবে মেরামত করে সুড়ঙ্গের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে । তাই এই কংক্রিটের স্ন্যাপটিকে সরানোর পরে যাতে আর কোনও রকম বিপত্তি না ঘটে, কিংবা জল না ঢোকে সেইজন্য টেকনিক্যাল পরামর্শ দরকার ৷ আইআইটি রুরকির সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে ৷ পাশাপাশি আইটিডি সেমেন্টেশন-এর বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ তবে যে পন্থায় এখন জল আটকে রাখা হয়েছে এবং এরপর কীভাবে কাজ এগনো যাবে, সেই বিষয় পরামর্শ দেবে বিশেষজ্ঞ দল ।"

ABOUT THE AUTHOR

...view details