কলকাতা, 24 জুলাই : আর্থিক সমস্যা কাটিয়ে লাভের মুখ দেখার পথে আইএফএ (Indian Football Association) । শুক্রবার গভর্নিং বডির বৈঠকের শেষে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, সাড়ে চার কোটি টাকার দেনা মেটানো সম্ভব হয়েছে । এছাড়াও ক্লাবগুলোর বকেয়া ধীরে ধীরে মেটানো হচ্ছে । সমস্ত ডিভিশনের পুরস্কারের ট্রফি এবং অর্থ মূল্য অনুষ্ঠান করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । পাশাপাশি, ফুটবলারদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে আইএফএ । গতমাসে আইএফএর দৈনন্দিন ব্যয় চালানো নিয়ে চিন্তা প্রকাশ করেছিল ফিনান্স কমিটি । মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বদলে গেল ছবি । সমস্যা মিটিয়ে 16 লাখ টাকার বেশি লাভ করেছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।
18 অগস্ট থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে । অগস্ট মাসের 2 তারিখ 14দলের কলকাতা লিগের ক্রীড়াসূচি ঘোষণা করবে আইএফএ । ওইদিন কলকাতা প্রিমিয়ার লিগের নতুন স্পনসরের নাম ঘোষণা করা হবে । এই অতিমারির সময়ে একাধিক স্পনসর কলকাতা লিগ নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর । তাদের সকলের সঙ্গে আইএফএ কর্তারা আলোচনা চালাচ্ছেন । সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন,"আমরা 14টি দলকে ধরেই ক্রীড়াসূচি সাজাচ্ছি । এখনও পর্যন্ত কোনও ক্লাব খেলবে না বলেনি । ইতিমধ্যে চিঠি সব ক্লাবকে পাঠানো হয়েছে।"