কলকাতা, 5 জুন: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্ঘাত তত্ত্বের বিরুদ্ধে পালটা সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রেল দুর্ঘটনায় ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পালটা জবাব দিয়েছেন কুণাল ৷
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অভিযোগ করে বলেছেন, ওড়িশার রেল দুর্ঘটনার পিছনে তৃণমূলের যোগ রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, "এত ভয় কেন মুখ্যমন্ত্রীর? গতকাল রাত থেকেই তাঁদের ভয় শুরু হয়েছে। ওড়িশায় ঘটনা ঘটেছে তাহলে তৃণমূলের এত ভয় কেন।" একইসঙ্গে কুণাল ঘোষের নাম না করে তাঁর অডিও প্রকাশ নিয়েও প্রশ্ন তুলেছিলেন ৷ তিনি বলেন, "রেল দুর্ঘটনায় একটি গুরুত্বপূর্ণ কল রেকর্ড কী করে তৃণমূলের হাতে যায় সেটাও আমি জানতে চাইব ? তদন্তে এটা বড় দুর্নীতি হিসেবে প্রমাণিত হবে।" এরপরই এই নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
এদিন অডিওর প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ বলেন, "শুভেন্দুকে আমি বলছি, ওই অডিও আমি টুইট করেছি। যা করার ক্ষমতা আছে করে নিক। যখন শুভেন্দুরা নানারকম অডিও দেখায় নানা রকম ভিডিও দেখায় তখন মনে থাকে না সত্যতা যাচাই হয়নি। তখন তো তৃণমূলের ষষ্ঠী পুজো করে দেওয়া হয়। তার মানে কি তারা জড়িত। ওরা যখন কোন ডকুমেন্ট পোস্ট করে তার মানে কি ওরা ওই স্ক্যামে জড়িত। আমার সোর্স আমাকে অডিও দিয়েছে। আমি সেটাকে টুইট করেছি। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে আমার নাম বলুক। বলুক আমি এই অন্তর্ঘাতে জড়িত। আমার নাম নিয়ে বলুক ডিফামেশন কাকে বলে আমি বুঝিয়ে দেব।"