পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের হুঁশিয়ারি, কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীর ইন্টারভিউ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ - Cal HC

Calcutta High Court: চার ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে ৷ শুক্রবার এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তার জেরে কয়েক ঘণ্টার মধ্যেই নেওয়া হল প্রার্থীর ইন্টারভিউ ৷

Calcutta High Court
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 1:43 PM IST

Updated : Dec 1, 2023, 6:36 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর নির্দেশ ছিল, শুক্রবার বিকেল 3টে20-র মধ্যে আদালতের পূর্ব নির্দেশ মানতে হবে । এই নির্দেশের পর কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীর ইন্টারভিউ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । আদালতে মেল করে সেই তথ্য জানানো হয়েছে । বিচারপতি গঙ্গোপাধ্যায় পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে নির্দেশ দিয়েছেন। 18 তারিখ আদালতকে রিপোর্ট দিয়ে বিষয়টি জানাতে হবে ।

2014 সালের টেটে অংশ নেন প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিক । ওই পরীক্ষায় তিনি পাশ করেননি বলে জানায় পর্ষদ । আবার গত বছর পর্ষদ জানায়, টেটে পাশ করেছেন ওই পরীক্ষার্থী । তিনি 92 শতাংশ নম্বর পেয়েছেন । টেট উত্তীর্ণ জানতে পেরে চাকরির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন । গত 21 সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় ওই চাকরিপ্রার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেন ।

শুক্রবার আদালতের পর্যবেক্ষণ, দু'মাসের বেশি সময়েও আদালতের নির্দেশ কার্যকর করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, পর্ষদ ইচ্ছাকৃত ভাবে কেন আদালতের নির্দেশ কার্যকর করেনি ? শুক্রবারই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানানো হয় । চার ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ না মানলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে বলে হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

এর আগেও, আদালতের নির্দেশ অমান্য করায় গৌতম পালকে আদালতে ডেকেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । গৌতম পালের বিরুদ্ধে জরিমানা করার হুঁশিয়ারি দিতে শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি কাতর আবেদন জানান বিচারপতির কাছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর ছাড় পেয়েছিলেন তিনি ।

আরও পড়ুন:

  1. প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আজই সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের
  2. 'মানিকের জুতোয় পা গলাবেন না', নতুন পর্ষদ সভাপতিকে সতর্কবার্তা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
  3. রাজ্য সরকার ও পর্ষদের নিয়োগে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট, প্রতিক্রিয়া পর্ষদ সভাপতির
Last Updated : Dec 1, 2023, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details