কলকাতা, 23 জানুয়ারি: ভারত আরও অনেক আগে স্বাধীন হয়ে যেত, যদি নেতাজির ভাগ্য সহায় থাকত ৷ কলকাতা নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে একথা বললেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সভাপতি মোহন ভগবত ৷ তাঁর কথায়, সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন নেতাজি ৷ কিন্তু, তাঁর ভাগ্য সঙ্গে ছিল না ৷ সেদিন তাঁর ভাগ্য সহায় হলে ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত (If Netaji Luck Helpes India Become Independent Long Ago) ৷’’ মূলত, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ও নেতৃত্ব নিয়ে বলতে গিয়েই একথা বলেন মোহন ভগবত ৷
আজ কলকাতায় নেতাজির 127 তম জন্মজয়ন্তীতে, শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ কর্মসূচিতে অংশ নেন আরএসএস প্রধান মোহন ভগবত ৷ সেখানেই নেতাজির নেতৃত্ব এবং সংকল্পের প্রশংসা করতে গিয়ে আজাদ হিন্দ বাহিনীর প্রসঙ্গ টেনে আনেন তিনি ৷ বলেন, ‘‘ভারতকে স্বাধীন করার স্বপ্ন অনেকেই দেখিয়েছিল ৷ কিন্তু, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস একজনই দেখিয়ে ছিলেন ৷ তাই আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন ৷ সিঙ্গাপুর থেকে অসম পর্যন্ত চলে এসেছিলেন তিনি ৷ নেতাজির ভাগ্য সহায় হলে, ভারত অনেক আগেই স্বাধীন হয়ে যেত ৷’’