পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমার ঘুম পেলে ঘুমোব", প্রধানমন্ত্রীর আবেদন নিয়ে প্রতিক্রিয়া মমতার - মোদিকে আক্রমণ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আপানাদের ভালো লাগলে মেনে চলুন । যদি আমার ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়ব ।"

মমতা
মমতা

By

Published : Apr 4, 2020, 12:27 AM IST

কলকাতা, 4 এপ্রিল : দেশের এই কঠিন পরিস্থিতিতে রবিবার ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার ঘুম পেলে ঘুমোব"।

জাতির উদ্দেশে আজ একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন, 5 এপ্রিল রাত 9টা নাগাদ 9 মিনিটের জন্য বাড়ির আলো বন্ধ রাখুন । প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি ।

এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন , "এটা যার যার ব্যক্তিগত ব্যাপার । যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে একমত তাঁরা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলবেন । তিনি আপনাদের বলেছেন । আপনারা করবেন । এবিষয়ে আমাকে জিজ্ঞেস করছেন কেন ? ওনার যা বলার বলবেন । আমার যা বলার বলব । আমি কোরোনা পরিস্থিতির মোকাবিলা করব না কি আপনারা এখন কোনও নতুন রাজনৈতিক তরজা চান । আপানাদের ভালো লাগলে মেনে চলুন । যদি আমার ঘুম পায়, আমি ঘুমিয়ে পড়ব ।"

কোরোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য-কেন্দ্র সংঘাত জারি । আজ ফের মমতা বন্দ্যেপাধ্যায় কোরোনা ইশুতে কেন্দ্রকে আক্রমণ করেছেন । বলেন, বারবার সাহায্য চাওয়া হলেও মেলেনি । কোনও সদিচ্ছা দেখায়নি কেন্দ্রীয় সরকার ।

এদিকে গতকালই মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন প্রধানমন্ত্রী । সেখানেও উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details