কলকাতা, 5 অক্টোবর: রাজ্যপাল যতক্ষণ না দেখা করছেন, ততক্ষণ এই ধরনা চলবে। এমনই হুঁশিয়ারি বৃহস্পতিবার শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গলায় ৷ এদিন রাজভবন অভিযান শেষে অভিষেক বলেন, "আমি এখানেই থাকব। এখানেই রাত কাটাব।"
দিল্লি থেকে ফিরেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চনা করছে সেই অভিযোগে দু'দিন আগেই দিল্লিতে লাগাতার দুই দিনের একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক নিজে ৷ আর দিল্লি থেকে ফিরে অভিষেক জানিয়েছিলেন, যেহেতু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, তাই দলের তরেফে তাঁর কাছে আবেদন করা হবে যাতে তিনি কেন্দ্রকে অনুরোধ করেন রাজ্যের হকের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ৷ সেই মতো এদিন 40 জনের তৃণমূলের একটি প্রতিনিধি দলের রাজ্য়পালের সঙ্গে দেখা করারও পরিকল্পনা ছিল ৷
কিন্তু আচমকাই এদিন উত্তরবঙ্গে চলে যান রাজ্যপাল ৷ একই সঙ্গে, তিনি তৃণমূলের উদ্দেশে জানান, যদি তাঁর সঙ্গে দেখা করতেই হয় তবে তৃণমূলের নেতৃত্বকে উত্তরবঙ্গে আসতে হবে ৷ যার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন অভিষেক বলেন, "আমাদের যেতে কোনও অসুবিধা নেই। উনি যদি দুই-তিনদিন শিলিগুড়ি থাকেন, তাহলে আমাদের যেতে কোনও অসুবিধা নেই। ডেরেক ও ব্রায়েন মেইল করেছিলেন। উনি বলেছেন দুই-তিনদিনের মধ্যে শিলিগুড়ি চলে আসুন। এই জমিদারি চলবে না।"