কলকাতা, 28 এপ্রিল : কোরোনায় মৃতদের লাশ গায়েব করছে তৃণমূল । দিন কয়েক আগে এমনই অভিযোগ এনেছিলেন দিলীপ ঘোষ । BJP নেতা বলেছিলেন, "MR বাঙুরে এখনও প্রচুর লাশ পড়ে রয়েছে, কিন্তু প্রশাসন বা কলকাতা পৌরসভার তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ।" এই ইশুতেই এবার দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ফিরহাদ হাকিম। বললেন, "ঘুরিয়ে রাজনীতি না করে বাঙুর হাসপাতালে গিয়ে দিলীপ ঘোষকে প্রমাণ করতে হবে, লাশ পড়ে আছে। যদি কোথাও লাশ পড়ে না থাকে, তাহলে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে দিলীপ ঘোষকে।"
ফিরহাদ হাকিম বলেন, "দিলীপ ঘোষকে হাসপাতালে গিয়ে প্রমাণ করতে হবে । যদি তিনি আমার এই চ্যালেঞ্জ স্বীকার করেন, তাহলে আমি নিজে পুলিশের অনুমতি নিয়ে পাস করিয়ে দেব। আর যদি MR বাঙুরে কোনও লাশ না পড়ে থাকে, যদি নিজের দাবি প্রমাণ করতে না পারেন দিলীপ ঘোষ, তাহলে তাঁকে ইস্তফা দিতে হবে । যে জায়গাগুলির কথা বলছেন দিলীপ ঘোষ, সেখানে তিনি নিজে একবার যান । সেই সাহস নেই । শুধু বাড়িতে বসে অবাস্তব সমালোচনা করে চলেছেন। সরকারকে বদনাম করছেন । এটি নোংরা রাজনীতি।"