কলকাতা, 22 জুন : রাজ্যে বিধানসভা ভোটের পরই পুরভোট করতে চেয়েছিল রাজ্য সরকার । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সেই ভাবনায় জল ঢেলে দেয় । রাজ্যকে ফের কার্যত লকডাউনের পথে হাঁটতে হয় । এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে । তাই আবার পুরভোট নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার । নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই রাজ্যের 116টি পুরসভার নির্বাচন শেষ করে ফেলতে চায় রাজ্য সরকার ।
প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই পুরভোটের প্রস্তুতি শুরু হয়েছে । পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা এই নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ৷ পুজোর আগে নির্বাচন করাতে কোনও অসুবিধা হবে কিনা, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মতামতও চাওয়া হয়েছিল । এদিকে জানা গিয়েছে, কমিশন ভোট করাতে অসুবিধা নেই বলে জানিয়ে দিয়েছে । কাজেই করোনা সংক্রমণ ফের মাথাচাড়া না দিলে সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে বকেয়া পুরভোট শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে ।
এই মুহূর্তে ভোট করানোর ক্ষেত্রে রাজ্য সরকারের সবচেয়ে বেশি চিন্তা করোনা নিয়ে । কারণ বিধানসভা ভোট করাতে গিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল ৷ পুরভোট করাতে গিয়েও যদি সেরকম হয় তাহলে দায় এসে পড়বে রাজ্যের উপরেই । এখন সংক্রমণের হার অনেক কমে গেলেও অক্টোবরে ফের তৃতীয় ঢেউ আসতে পারে বলে স্বাস্থ্য দফতরের কর্তারা আশঙ্কা করছেন । সেক্ষেত্রে নির্বাচনের জন্য সংক্রমণ বেড়ে গেলে রাজ্যকে চাপে পড়তে হতে পারে । এর আগে বিধানসভা ভোট আট দফায় হওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল । এবার একইভাবে পুরসভা ভোট করালে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হতে পারে রাজ্যকে । সাধারণ মানুষও ভালভাবে তা দেখবেন না বলে রাজ্য প্রশাসনের কর্তারা মনে করছেন ।