পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Joshimath: কেন্দ্র সচেতন না হলে রানিগঞ্জের অবস্থাও জোশীমঠের মতো হবে, আশঙ্কা মমতার - রানিগঞ্জের অবস্থাও জোশীমঠের মতো হবে

মঙ্গলবার জোশীমঠের পরিস্থিতি (Joshimath Sinking) নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে তাঁর আশঙ্কা, কেন্দ্রীয় সরকার সচেতন না হলে রানিগঞ্জের অবস্থাও জোশীমঠের মতো হবে ৷

Mamata on Joshimath
Mamata on Joshimath

By

Published : Jan 17, 2023, 7:05 PM IST

কেন্দ্র সচেতন না হলে রানিগঞ্জের অবস্থাও জোশীমঠের মতো হবে, আশঙ্কা মমতার

কলকাতা, 17 জানুয়ারি: উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রানিগঞ্জ নিয়েও ৷ তাঁর আশঙ্কা, সেখানেও একই পরিস্থিতি তৈরি হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী থাকবে বলে সাবধানবাণী শুনিয়েছেন তিনি ৷

মঙ্গলবার কলকাতা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা করেন মুখ্যমন্ত্রী ৷ যাওয়ার আগে বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখন তাঁকে জোশীমঠের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় ৷ মুখ্যমন্ত্রী জোশীমঠের বিপর্যয়কে খুবই ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, উত্তরাখণ্ডের (Uttarakhand) ওই এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের এই বিষয়ে কোনও দোষ নেই ৷ মুখ্যমন্ত্রীর মতে, সরকারের এই নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করা উচিত ৷

তিনি বলেন, "যখন সম্ভাব্য ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তখন কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি ? জোশীমঠের পরিস্থিতি খুবই বিপজ্জনক । তবে পাহাড়ি শহরের বাসিন্দারা দায়ী নন । কোনও দুর্যোগ এলে জনগণের যত্ন নেওয়া সরকারের কর্তব্য ।" একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘সরকারের এই নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করা উচিত ৷’’

এই প্রসঙ্গেই তিনি টেনে আনেন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের কথা ৷ ওই এলাকা ধসপ্রবণ হওয়ায়, সেই জায়গারও একই পরিণতি হতে পারে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি জানান, রানিগঞ্জে একই অবস্থায় রয়েছে ৷ ওই এলাকার জন্য গত 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাঁর সরকার ৷ ওখানে পুনর্বাসন না হলে ধসে একসঙ্গে 30 হাজার মানুষ মারা যাবেন ৷

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, রাজ্য সরকার জমির ব্য়বস্থা করে রেখেছে ৷ কিন্তু কোল ইন্ডিয়ার মাধ্যমে কেন্দ্রের টাকা দেওয়ার কথা ৷ সেই টাকা আসছে না বলেই পুনর্বাসনের কাজ করা যাচ্ছে না ৷ রাজ্য সরকার নিজের সামর্থ্য অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করেছে ৷

আরও পড়ুন:বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, কলেজিয়াম বিতর্কে মন্তব্য মমতার

ABOUT THE AUTHOR

...view details