কলকাতা, 17 জানুয়ারি: উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রানিগঞ্জ নিয়েও ৷ তাঁর আশঙ্কা, সেখানেও একই পরিস্থিতি তৈরি হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী থাকবে বলে সাবধানবাণী শুনিয়েছেন তিনি ৷
মঙ্গলবার কলকাতা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা করেন মুখ্যমন্ত্রী ৷ যাওয়ার আগে বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তখন তাঁকে জোশীমঠের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় ৷ মুখ্যমন্ত্রী জোশীমঠের বিপর্যয়কে খুবই ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, উত্তরাখণ্ডের (Uttarakhand) ওই এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের এই বিষয়ে কোনও দোষ নেই ৷ মুখ্যমন্ত্রীর মতে, সরকারের এই নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করা উচিত ৷
তিনি বলেন, "যখন সম্ভাব্য ভূমিধসের সতর্কবার্তা দেওয়া হয়েছিল, তখন কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি ? জোশীমঠের পরিস্থিতি খুবই বিপজ্জনক । তবে পাহাড়ি শহরের বাসিন্দারা দায়ী নন । কোনও দুর্যোগ এলে জনগণের যত্ন নেওয়া সরকারের কর্তব্য ।" একই সঙ্গে তাঁর সংযোজন, ‘‘সরকারের এই নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করা উচিত ৷’’