পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"জয়শ্রীরাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন", হাইকোর্টে জনস্বার্থ মামলা - mamata banerjee

জয়শ্রীরাম ধ্বনি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় BJP-কে আক্রমণ করেন । এবার জয়শ্রীরাম নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । জয়শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন বলে অভিযোগ মামলাকারীর ।

ফাইল ফোটো

By

Published : Jun 15, 2019, 8:03 AM IST

কলকাতা, 15 জুন : জয়শ্রীরাম বললেই রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ।

আইনজীবী পার্থ ঘোষ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেন । মামলাটি উঠলে তিনি বলেন, "রাজ্যের সর্বত্র কোথাও জয়শ্রীরাম বলা চলবে না । জয়শ্রীরাম বললেই মুখ্যমন্ত্রী অপরাধী প্রতিপন্ন করছেন । জয়শ্রীরাম উচ্চারণ মানুষের মৌলিক অধিকার । মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে রাজ্যের প্রশাসন।"

তখন প্রধান বিচারপতি বলেন, "এই ধরনের বিষয় কি জনস্বার্থ মামলা হিসাবে বিচার্য হতে পারে ? যে বিষয়ে আপনি মামলা করেছেন তার সমর্থনে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে ।" রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত, ADG অভ্রতোষ মজুমদার সবাই উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা কিছু বলেননি । চার সপ্তাহ পরে মামলাটি শুনবেন বলে জানান প্রধান বিচারপতি ।

জয়শ্রীরাম বলা নিয়ে রাজ্যের শাসকদল ও BJP-র মধ্যে রাজনৈতিক চাপানউতোর জারি । কিছুদিন আগে কাঁকিনাড়া যাওয়ার পথে জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী । যাঁরা জয়শ্রীরাম বলেছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দেন পুলিশকে । গ্রেপ্তার করা হয় 10 জনকে । পাশাপাশি তৃণমূল কর্মীদের নির্দেশ দেন, জয়শ্রীরামের পালটা জয় হিন্দ, জয় বাংলা বলতে ।

ABOUT THE AUTHOR

...view details