কলকাতা, 22 জুন : বাচ্চা থেকে বয়স্ক প্রতিদিনের খাদ্যতালিকায় অনেকেরই পাউরুটি থাকে । শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমআরপি থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে পাউরুটি । শুধু তাই নয়, ওজনের ক্ষেত্রেও উঠছে অভিযোগ (Bread Prices)। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ।
তাঁর অভিযোগ, পাউরুটি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা সঠিক ওজন পাচ্ছেন না বা এমআরপি মূল্য পরিশোধ করেও প্রতারিত হচ্ছেন । জবাবে মন্ত্রী জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দফতর । এই অভিযোগ সত্যতা যাচাই করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা উৎপাদন ইউনিট বা বেকরি এবং রুটি বিক্রির দোকানগুলিতে অভিযান চালাবেন দফতরের অফিসাররা ।