পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bread Prices : পাউরুটির সঠিক ওজন ও মূল্যমান নিয়ে অভিযোগ ইদ্রিস আলির - রুটির সঠিক ওজন এবং মূল্যমান নিয়ে অভিযোগ ইদ্রিস আলির

শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমআরপি থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে রুটি (Bread Prices)। শুধু তাই নয়, ওজনের ক্ষেত্রেও উঠছে অভিযোগ । বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ।

Idris Ali Complains bread
রুটির সঠিক ওজন এবং মূল্যমান নিয়ে অভিযোগ ইদ্রিস আলির

By

Published : Jun 22, 2022, 11:00 PM IST

কলকাতা, 22 জুন : বাচ্চা থেকে বয়স্ক প্রতিদিনের খাদ্যতালিকায় অনেকেরই পাউরুটি থাকে । শহরের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমআরপি থেকে বেশি দামে বিক্রি করা হচ্ছে পাউরুটি । শুধু তাই নয়, ওজনের ক্ষেত্রেও উঠছে অভিযোগ (Bread Prices)। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী মানস ভুঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি ।

তাঁর অভিযোগ, পাউরুটি ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা সঠিক ওজন পাচ্ছেন না বা এমআরপি মূল্য পরিশোধ করেও প্রতারিত হচ্ছেন । জবাবে মন্ত্রী জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে দফতর । এই অভিযোগ সত্যতা যাচাই করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা উৎপাদন ইউনিট বা বেকরি এবং রুটি বিক্রির দোকানগুলিতে অভিযান চালাবেন দফতরের অফিসাররা ।

আরও পড়ুন : স্যানিটাইজ়ার দিয়ে পাউরুটির এক্সপায়ারি ডেট চেঞ্জের অভিযোগ

তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইদ্রিস আলি, যিনি রাজ্যের বেকারি অ্যাসোসিয়েশনের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন ৷ তিনি উদ্বেগ প্রকাশ করায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার । উৎপাদনকারী সংস্থাগুলির একটি অংশ প্যাকেটে কম পরিমাণ রুটি রাখার ফলে এবং দোকানদারদের একটি অংশ এমআরপি থেকে 1 বা 2 টাকা বেশি নেওয়ায় আদতে উপভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ।

মন্ত্রী মানস ভুঁইয়া বলেন "আমাদের ওজন পরিমাপক দল বৃহস্পতিবার থেকে উৎপাদন ইউনিট এবং বাজার পরিদর্শন করবে এবং এমএলএ আলির উত্থাপিত রুটি নিয়ে কোনও অনিয়ম আছে কি না, সে সম্পর্কে আমার বিভাগে একটি রিপোর্ট জমা দেবে । পরবর্তীতে দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details