কলকাতা, 2 অক্টোবর: করোনা অতিমারির ধাক্কায় একদমই তলানিতে ঠেকেছিল ব্যবসা । তবে সেই খারাপ সময় পার করে গত বছর বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হয় কুমোরটুলি প্রতিমার সাজসরঞ্জামের রফতানি বাজার । বেশ ভালো ব্যবসা হয় । তবে চলতি বছরে ঘটেছে ছন্দপতন । এবার জনজীবন ও ব্যবসার পরিস্থিতি সব স্বাভাবিক থাকলেও ভিনরাজ্যে রফতানি ঠেকেছে তলানিতে । তার জেরে এই ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা রীতিমত হতাশ । এবার তাদের ভরসা কলকাতার ও রাজ্যের সীমিত বাজার ।
পুজোকে কেন্দ্র করে শুধু প্রতিমা শিল্প নয়, আরও একটি অনুসারী শিল্পেরও বড় অঙ্কের ব্যবসা হয় ৷ আর তা হল প্রতিমার সাজ । জরির বা সোলার মুকুট, গায়ের কলকার সাজ, কানের, নাকের, চালচিত্রের কলকা, অস্ত্র, চাঁদমালা ও কদমফুল-সহ সবটাই । কুমোরটুলি এই ব্যবসার সঙ্গে ছোট বড় অন্তত 25-30টি দোকান জড়িয়ে ।
এই কুমোরটুলি থেকেই প্রতিবার সাজসরঞ্জাম যায় পাশের রাজ্য বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ, ও উত্তরপ্রদেশ-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে । এই প্রসঙ্গে সাজ ব্যবসায়ী রণজিৎ সরকার বলেন, "আমি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এসব রাজ্যে মাল পাঠাই । স্বাভাবিকভাবে 5-8 লাখ টাকার ব্যবসা হয় প্রতি বছরই । কিন্তু করোনায় একদম ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল । তারপর গতবছর বাজার দারুণ হয় । যারা 15-20 হাজার টাকার মাল অর্ডার দিতে তারা গতবছর দ্বিগুণ 35-50 হাজার টাকার অর্ডার করেছে । মাল দিয়ে উঠতে পারছিলাম না । তারা আশা করেছিল তাদের রাজ্যে ভালো বাজার হবে । কিন্তু তারা ধাক্কা খেয়েছে । ফলে তাদের স্টকে মাল পড়ে আছে । সেই ধাক্কা এসে লেগেছে এবারের ব্যবসায় । যে অর্ডার দিত 20 হাজার টাকার সে এবার 10-12 হাজার বা তারও কম টাকার অর্ডার দিয়েছে । ফলে এখন কলকাতার যে ব্যবসা হয় সেটাই সম্বল ।"