পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICore Chit Fund Scam: ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি - আইকোর চিটফান্ড মামলা

আবারও আইকোর মামলায় (ICore Chit Fund Scam) তৎপর ইডি (ED)। চলতি সপ্তাহের মধ্যে এক ব্যবসায়ী এবং আইকোর চিটফান্ডের মালিকের স্ত্রীকে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ICore Chit Fund Scam: ed summons businessman and ICore owner's wife
ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি

By

Published : Aug 16, 2021, 2:56 PM IST

কলকাতা, 16 অগস্ট: ফের আইকোর মামলায় (ICore Chit Fund Scam) তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। চলতি সপ্তাহের মধ্যে এ বার এক ব্যবসায়ী এবং আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতির স্ত্রীকে তলব করেছে ইডি ।

আইকোর মামলায় ফের নোটিশ পাঠাল ইডি । এ বার শহরেরই এক ব্যবসায়ী মিলন ঘোষ ও আইকোরের মালিক অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে নোটিশ পাঠিয়েছে ইডি । গত শুক্রবার কলকাতায় আইকোরের একাধিক অফিসে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা । জানা গিয়েছে, সেই তল্লাশির পর একাধিক তথ্য ও নথিপত্র উদ্ধার করেন ইডির গোয়েন্দারা । সেই নথিপত্রগুলি খতিয়ে দেখে তাঁরা দু‘জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করতে চান ।

আরও পড়ুন:আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব ইডি-র

এবার চিঠি পাঠিয়ে শহরের এক ব্যবসায়ী মিলন ঘোষ এবং অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে ডেকে পাঠানো হয়েছে ৷ চলতি সপ্তাহে ইডির দফতরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে । জানা গিয়েছে, আইকোরের কাছ থেকে ওই ব্যবসায়ী প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ।

ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি

আরও পড়ুন:আইকোর মামলায় মানস ভুইয়াঁকে তলব সিবিআইয়ের

আইকোর মামলায় এর আগে রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, আইকোরের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ সেকারণেই তাঁকে তলব করা হয় ৷ এ ছাড়াও তলব করা হয়েছে কলকাতা পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর বাপাদিত্য় দাশগুপ্ত ও তৃণমূল নেতা মানস ভুইয়াঁকেও ৷

আরও পড়ুন:Mamata Banerjee : সাংহাই ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের, টুইটে শুভেচ্ছাবার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details