পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ICore Chit Fund Scam: ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি

আবারও আইকোর মামলায় (ICore Chit Fund Scam) তৎপর ইডি (ED)। চলতি সপ্তাহের মধ্যে এক ব্যবসায়ী এবং আইকোর চিটফান্ডের মালিকের স্ত্রীকে তলব করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ICore Chit Fund Scam: ed summons businessman and ICore owner's wife
ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি

By

Published : Aug 16, 2021, 2:56 PM IST

কলকাতা, 16 অগস্ট: ফের আইকোর মামলায় (ICore Chit Fund Scam) তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। চলতি সপ্তাহের মধ্যে এ বার এক ব্যবসায়ী এবং আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতির স্ত্রীকে তলব করেছে ইডি ।

আইকোর মামলায় ফের নোটিশ পাঠাল ইডি । এ বার শহরেরই এক ব্যবসায়ী মিলন ঘোষ ও আইকোরের মালিক অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে নোটিশ পাঠিয়েছে ইডি । গত শুক্রবার কলকাতায় আইকোরের একাধিক অফিসে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা । জানা গিয়েছে, সেই তল্লাশির পর একাধিক তথ্য ও নথিপত্র উদ্ধার করেন ইডির গোয়েন্দারা । সেই নথিপত্রগুলি খতিয়ে দেখে তাঁরা দু‘জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করতে চান ।

আরও পড়ুন:আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব ইডি-র

এবার চিঠি পাঠিয়ে শহরের এক ব্যবসায়ী মিলন ঘোষ এবং অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে ডেকে পাঠানো হয়েছে ৷ চলতি সপ্তাহে ইডির দফতরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে । জানা গিয়েছে, আইকোরের কাছ থেকে ওই ব্যবসায়ী প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ।

ফের আইকোর চিটফান্ড মামলায় তৎপর ইডি

আরও পড়ুন:আইকোর মামলায় মানস ভুইয়াঁকে তলব সিবিআইয়ের

আইকোর মামলায় এর আগে রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সূত্রের খবর, আইকোরের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে ৷ সেকারণেই তাঁকে তলব করা হয় ৷ এ ছাড়াও তলব করা হয়েছে কলকাতা পৌরনিগমের বিদায়ী কাউন্সিলর বাপাদিত্য় দাশগুপ্ত ও তৃণমূল নেতা মানস ভুইয়াঁকেও ৷

আরও পড়ুন:Mamata Banerjee : সাংহাই ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের, টুইটে শুভেচ্ছাবার্তা মমতার

ABOUT THE AUTHOR

...view details