পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Music Video of IAS Officer: কলকাতাকে ভালোবেসে মিউজিক ভিডিয়ো রাজ্যের আমলা বিবেক কুমারের - সিভি আনন্দ বোস

বন ও পরিবেশ দফতরের সচিব বিবেক কুমার গান গেয়েছেন মিউজিক ভিডিয়োতে ৷ মঙ্গলবার সেই ভিডিয়ো প্রকাশিত হয়েছে ৷ কলকাতাকে ভালোবেসে তা তৈরি করেছেন এই আমলা (Music Video on Kolkata) ৷

Music Video of IAS Officer
Music Video of IAS Officer

By

Published : Jan 24, 2023, 7:11 PM IST

কলকাতা, 24 জানুয়ারি: তাঁর গানের গুণগ্রাহী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তার জ্ঞানের প্রশংসাও শোনা গিয়েছে । একই সঙ্গে এসেছে আবদারও । সরকারি আমলা হিসাবে মুখ্যমন্ত্রীর সেই আবদার তিনি ফেরাননি কখনও । এবার নামী মিউজিক প্রস্তুতকারক সংস্থা থেকে তার গলায় একটি অ্যালবাম প্রকাশিত হল মঙ্গলবার ।

সেখানে চিরন্তন কলকাতা গানে কণ্ঠ মেলাতে দেখা গেল বন ও পরিবেশ দফতরের দায়িত্বে থাকা সেই সিনিয়র আইএএস বিবেক কুমারকে (Vivek Kumar) । তিলোত্তমা কলকাতাকে সামনে রেখে এই মিউজিক ভিডিয়ো (Music Video) যথেষ্টই নজরকাড়া । বিবেক কুমার হিন্দিভাষী ৷ তার পরও তাঁর বাংলায় মিউজিক ভিডিয়োর ভাবনা অভিনব বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যপালের দায়িত্ব নিয়ে রাজ্যে এসে সিভি আনন্দ বোসের (Bengal Governor CV Ananda Bose) বাংলার প্রতি প্রেম নজর কেড়েছে । শুধু তাই নয় যেভাবে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিয়ে তিনি বাংলা শিক্ষার পথকে বেছে নিয়েছেন ৷ তার তারিফ করেছে আম বাঙালিও । এবার আরেক অবাঙালি যেভাবে তাঁর গানের মাধ্যমে কলকাতা তথা বাংলার প্রতি প্রেম দেখালেন সেটাকেও তারিফ করছে সাধারণ মানুষ ।

প্রখ্যাত, এই আমলার গানে ধরা চিরায়ত রূপ। সম্প্রীতি, খেলাধূলা, ক্রিসমাসের সঙ্গে দিওয়ালির মিলে যাওয়া, মিছিল, মিটিং, উত্তম-সুচিত্রা সবই উঠে এসেছে এই মিউজিক ভিডিয়োতে । লোকে বলে বৈচিত্রের শহর কলকাতা । সেই বৈচিত্রের চালচিত্র নিজের গানের মাধ্যমে তুলে ধরেছেন এই সিনিয়র আমলা । এদিন যে গানটি প্রকাশ্যে এসেছে ৷ শুধু গায়ক নন, গানটির সুরকার তিনি নিজে । গানটি লিখেছেন, তপন দেবনাথ ৷ মিউজিক অ্যারেঞ্জ করেছেন কুণাল চক্রবর্তী ।

এদিন এই গান প্রকাশ্যে আসতেই তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল । কিন্তু এই গান নিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে ঘনিষ্ঠ মহলে থেকে যতটুকু জানা যাচ্ছে, প্রতিদিন যেভাবে আমলা হিসেবে প্রশাসনের কাজ করেন ৷ একইভাবে নীরবে তাঁর সঙ্গীত চর্চা করে যেতে চান তিনি ।

এদিকে তাঁর এই গান প্রসঙ্গে এই মুহূর্তে তিনি যে দফতরের সচিব, সেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘‘কোনও সন্দেহ নেই বিবেক কুমার খুব ভালো মানুষ । আর ওঁর গানের গলাও খুব ভালো । এই উদ্যোগের জন্য সাফল্য কামনা করছি ।’’

আরও পড়ুন:শিক্ষিকা-ছাত্রীদের যৌথ উদ্যোগে দেওয়াল চিত্রে সেজেছে স্কুল, ছাদ বাগানের সবজিতে মিড ডে মিল

ABOUT THE AUTHOR

...view details