পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি, মমতাকে কটাক্ষ করে টুইট রাজ্যপালের - Jagdeep Dhankar

মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন রাজ্যপাল, কিন্তু গতকাল বিধানসভায় তাঁর প্রতি কোনও সৌজন্যমূলক পদক্ষেপ করতে না দেখে আশ্চর্য তিনি । আজ টুইটে এমনই লেখেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

Dhankar
রাজ্যপাল

By

Published : Nov 27, 2019, 1:42 PM IST

Updated : Nov 27, 2019, 9:02 PM IST

কলকাতা, 27 নভেম্বর : রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছিল । এবার তা আরও তীব্র হল । গতকাল মুখ্যমন্ত্রী- রাজ্যপাল মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি । সৌজন্য বিনিময়ে রাজ্যপাল হাত জোড় করে তাঁর সামনে দিয়ে হেঁটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়নি । পরে এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়ে মমতা বলেন, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীও দেখা হলে কথা বলেন । উনি (রাজ্যপাল) কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই কথা বলেন । "

তারপরই টুইটে মমতাকে কটাক্ষ করে রাজ্যপাল লেখেন, 'আমি কারও প্রতি সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি । মুখ্যমন্ত্রীর প্রতি তো আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ।'

গতকাল সংবিধান দিবসের অনুষ্ঠানে বিধানসভায় এসে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি । রাজ্যপালের নমস্কারের পরিবর্তে নির্বিকারই ছিলেন মুখ্যমন্ত্রী । তার পরিপ্রেক্ষিতেই ধনকড় টুইটে লেখেন, 'আমি সৌজন্য দেখালেও আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রী আমার প্রতি কোনও প্রত্যাশিত পদক্ষেপ করেননি । আমি অবাক হলাম, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আবদুল মান্নান-সহ সকল বিধায়করা আমাকে শুভেচ্ছা জানালেও উনি (মুখ্যমন্ত্রী) কোনও পদক্ষেপ করেননি ।'

গতকাল রাজ্যপালকে কটাক্ষ করে হিন্দি গানের কলির উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভার সংবিধান দিবস পালনের সময় রাজ্যপালকে উদ্দেশ্য করে 'তু চিজ় বড়ি হ্যায় মস্ত' বলেন । যদিও বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Nov 27, 2019, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details