পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সব সত্যি বলেছি CBI-কে, নিজেকে হালকা লাগছে : মির্জ়া - নারদকাণ্ডে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI

সাড়ে তিন বছর মনের মধ্যে অনেক জিনিস চাপা ছিল ৷ CBI-কে সব সত্যি কথা বলার পর অনেক হালকা লাগছে ৷ আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়ার সময় একথা বলেন নারদকাণ্ডে ধৃত এস এম এইচ মির্জ়া ৷

ছবি

By

Published : Sep 30, 2019, 5:37 PM IST

Updated : Sep 30, 2019, 8:44 PM IST


কলকাতা, 30 সেপ্টেম্বর : মনের ভেতর চাপা ছিল অনেক কথা । সেসব কথা উজাড় করে দিয়েছেন তদন্তকারীদের কাছে । আর তাই আজ জেলে যাওয়ার পথে নারদকাণ্ডে ধৃত IPS এস এম এইচ মির্জ়া বললেন, “CBI-কে সব সত্যি কথা বলেছি ৷ নিজেকে হালকা লাগছে ।"

নারদকাণ্ডে বৃহস্পতিবার মির্জ়াকে গ্রেপ্তার করেছে CBI ৷ আজ ব্যাঙ্কশাল কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে তাঁকে নিয়ে যাওয়ার সময় মির্জ়া সংবাদমাধ্যমকে বলেন, "সাড়ে তিন বছর ধরে মনের মধ্যে অনেক জিনিস চাপা ছিল যেকোনও কারণে ৷ এই 2-3 দিনে নিজেকে হালকা লাগছে ৷ সব সত্যি কথা বলেছি ৷ সব রেকর্ড হয়েছে ৷ " তাঁকে মানুষ হয়ত ভুল ভেবেছিল জানিয়ে মির্জ়া বলেন, "আমার সহকর্মীরা জানে আমি কেমন মানুষ ৷ "

এই সংক্রান্ত খবর পড়ুন : “প্রভাবশালী যোগ", মির্জ়ার 14 দিনের জেল হেপাজত

যদিও মুকুল রায় প্রসঙ্গে আজ একটিও কথা মুখে আনেননি IPS মির্জ়া । তবে আদালতে তাঁর আইনজীবীরা নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেছেন । অন্যদিকে, CBI সূত্রে জানা গেছে, পিটিশনে মুকুল রায়ের নাম উল্লেখ না করলেও কেস ডায়েরিতে কিন্তু তারা মুকুলের নাম দিয়েছেন।

ভিডিয়োয় বক্তব্য শুনুন
Last Updated : Sep 30, 2019, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details