পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়শ্রীরামে সমস্যা নেই, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি : মমতা - JAI SREE RAM

"কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই ।" ফেসবুকে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা

By

Published : Jun 2, 2019, 7:50 PM IST

Updated : Jun 2, 2019, 9:13 PM IST

কলকাতা, 2 জুন : চন্দ্রকোনা, জগদ্দল ও নৈহাটি । BJP-র জয়শ্রীরাম স্লোগান শুনে একাধিকবার মেজাজ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গাড়ি থেকে নেমে রীতিমতো শাসিয়েছেন । এবার ফেসবুকেও জয়শ্রীরাম নিয়ে সরব হলেন তিনি । লিখেছেন, "প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । আমার তাতে কোনও সমস্যা নেই । কিন্তু, ধর্মীয় স্লোগানকে রাজনীতিতে মেশানোয় আপত্তি আছে ।"

নির্বাচনের আগে থেকেই BJP নেতাদের জয়শ্রীরাম ধ্বনির সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । রামকে পোলিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে । এমন অভিযোগও তুলেছিলেন তিনি । কিন্তু, 4 মে চন্দ্রকোনায় জয়শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারান মমতা । গাড়ি থেকে নেমে হুমকির সুরে বলেন, “পালাচ্ছিস কেন ? সামনে আয় ।”

এরপর 30 মে জগদ্দল ও নৈহাটি । একইভাবে মেজাজ হারান মমতা । যারা ধ্বনি দিচ্ছিল, তাদের উদ্দেশে মমতা বলেন, "আয় আয় এদিকে আয় । কার কী বলার আছে সামনে আয় । বুকের পাটা থাকে তো সামনে এসে বল । সব ক্রিমিনাল ! " এর 24 ঘণ্টার মধ্যে এলাকা থেকে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

এই সংক্রান্ত খবর :জয়শ্রীরাম ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে গেলেন মমতা

আজ এই ইশুতে ফেসবুকে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় । লেখেন, "কোনও রাজনৈতিক দলের ব়্যালিতে যেকোনও স্লোগান নিয়ে আমার কোনও আপত্তি নেই । সেটা তাদের দলের জন্য । প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান রয়েছে । যেমন আমাদের জয় হিন্দ, বন্দে মাতরম । বামেদের ইনকিলাব জ়িন্দাবাদ । আমার তাতে কোনও সমস্যা নেই ।"

এই সংক্রান্ত খবর :গাড়ির সামনে ফের জয় শ্রীরাম ধ্বনি, মেজাজ হারালেন মমতা

এরপরই BJP-কে আক্রমণ করে তিনি লেখেন, "কিন্তু, জয় শ্রী রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় এধরনের স্লোগানগুলি সঙ্গে ধর্মীয় ও সামাজিক সম্পর্ক রয়েছে । আমি এইসব আবেগকে সম্মান করি । কিন্তু, BJP এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে ব্যবহার করছে । এবং একটা ভুল ধারণাকে ধর্ম ও রাজনীতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে । RSS-র নামে এই জোর করে রাজনৈতিক স্লোগান অন্যের উপর চাপিয়ে দেওয়াকে আমরা সমর্থন করি না । বাংলা এগুলোকে কখনই মেনে নেবে না । ভাঙচুর ও হিংসার মাধ্যমে ঘৃণার মতাদর্শকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আমরা বিরোধিতা করি । কেউ একজন কিছু সময়ের জন্য কিছু মানুষকে বোকা বানাতে পারে । কিন্তু, সব সময়ের জন্য সবাইকে বোকা বানানো যায় না ।"

এই সংক্রান্ত খবর :মমতা হিরণ্যকশিপুর বংশধর নয় তো ? প্রশ্ন BJP সাংসদের

Last Updated : Jun 2, 2019, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details