রামগড়, 15 এপ্রিল : উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা চলতি বছর জুন মাসেই হবে । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু এবিষয়ে অন্য কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ রামগড়ের একটি অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকের পরীক্ষা হওয়া নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত কিছু জানেন না তিনি।
কোরোনা সংক্রমণের জেরে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী 10 জুন পর্যন্ত বন্ধ থাকছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । তাই নতুন ক্লাসের পড়াশোনা, আগামী দিনের পরীক্ষা সমস্ত কিছু নিয়েই উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা । এই পরিস্থিতিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা চলতি বছর জুন মাসেই হবে । তবে একাদশ শ্রেণির পরীক্ষা আর হবে না । একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে ।