পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জুন মাসে উচ্চমাধ্যমিক হওয়া নিয়ে এখনও কিছু জানি না : শিক্ষামন্ত্রী - lock down news

আজ রামগড়ে স্যানিটাইজ় ট্যানেলের উদ্ধোধন করতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেই তিনি বলেন জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হওয়া নিয়ে তিনি কিছু জানেন না ।

ছবি
ছবি

By

Published : Apr 15, 2020, 8:08 PM IST

Updated : Apr 15, 2020, 11:07 PM IST

রামগড়, 15 এপ্রিল : উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা চলতি বছর জুন মাসেই হবে । আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । কিন্তু এবিষয়ে অন্য কথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ রামগড়ের একটি অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকের পরীক্ষা হওয়া নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এখনও পর্যন্ত কিছু জানেন না তিনি।

কোরোনা সংক্রমণের জেরে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী 10 জুন পর্যন্ত বন্ধ থাকছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । তাই নতুন ক্লাসের পড়াশোনা, আগামী দিনের পরীক্ষা সমস্ত কিছু নিয়েই উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা । এই পরিস্থিতিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা চলতি বছর জুন মাসেই হবে । তবে একাদশ শ্রেণির পরীক্ষা আর হবে না । একাদশ শ্রেণির পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে ।

এদিকে আজ দক্ষিণ কলকাতার রামগড়ে স্যানিটাইজ় ট্যানেলের উদ্ধোধন করতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানেই তাঁকে জুন মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনও পর্যন্ত কিছু জানি না । এবিষয়ে সরকার যা ঠিক করবে তাই হবে ৷"

শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দুই ভিন্ন বক্তব্য নিয়ে কোথাও যেন আবার বিভ্রান্তি তৈরি হল । বিরোধী শিবিরের একাংশ বলছে, সরকারের নিজেদের মধ্যেই কোথাও যেন সমন্বয়ের অভাব রয়েছে । তাই এধরনের ঘটনা ঘটেছে ।

Last Updated : Apr 15, 2020, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details