পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়মাকে এই চেহাড়ায় দেখে খারাপ লাগছে: মুখ্যমন্ত্রী - boroma

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ SSKM হাসপাতালে বীণাপাণিদেবীকে দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, বড়মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে।

ফাইল ফোটো

By

Published : Mar 5, 2019, 10:49 PM IST

কলকাতা, ৫ মার্চ : "বড়মাকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে। আগে ওনাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। আবারও সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিতে পারলে ভালো লাগবে।" আজ SSKM হাসপাতালে বড়মা বীণাপাণিদেবীকে দেখতে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "বড়মাকে আমরা সম্মান করি। খুব ভালোবাসি। বড়মাকে নিয়ে আমরা গর্ব করি। বড়মার চিকিৎসার জন্য একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালের MSVP জানিয়েছেন, বড়মার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা বলবেন।"

তিনি আরও বলেন, "বড়মাকে নিয়ে রাজনীতি হচ্ছে। কুড়ি বছর ধরে আমরা বড়মার চিকিৎসা করাচ্ছি।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details