পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমি বেতন নিই না : মুখ্যমন্ত্রী - mobile use

আজ প্রেস ক্লাবের 75 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে জানান, তিনি বেতন নেন না ৷ বই, ছবি আঁকা বাবদ যে টাকা আসে, সেইটুকু শুধু নেন ৷ পাশাপাশি মোবাইল ব্যবহার নিয়েও নিজের উপলব্ধি ভাগ করে নেন তিনি ৷

ফাইল ফোটো

By

Published : Jul 23, 2019, 6:02 PM IST

Updated : Jul 23, 2019, 9:36 PM IST

কলকাতা, 23 জুলাই : সম্প্রতি মুখ্যমন্ত্রী-সহ বিধায়কদের বেতন বৃদ্ধি ঘটেছে ৷ যখন রাজ্য সরকারের কর্মীদের বেতন সংক্রান্ত বিতর্ক তুঙ্গে, সেই সময় বিধায়ক-মন্ত্রীদের বেতন বৃদ্ধি নতুন করে আগুনে ঘৃতাহুতি দিয়েছিল ৷ এবার সেই বেতন প্রসঙ্গেই নিজের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন তিনি বেতন নেন না ৷

আজ কলকাতা প্রেস ক্লাবের 75 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি বলেন, "আমি বেতন নিই না ৷ আমার বই, ছবি আঁকা বাবদ যে টাকা আসে, সেইটুকু নিই শুধু ৷ " মুখ্যমন্ত্রী আজ কলকাতা প্রেস ক্লাবকে ব্যক্তিগত 1 লাখ 1 টাকা অনুদান দেন । বলেন, "আমি সরকারের বেতনও নিই না ৷ কোনওরকম পেনশন নিই না ৷ আমার সংসার চলে যায় ৷ একা লোক, বই বিক্রি করি ৷ বই বিক্রি করে যে রয়্যালটি পাই তাতে চলে যায়৷ দরকার হলে লোকজনকে ধার দিতে পারি ৷ গানের CD বিক্রি হয়, সেখান থেকে কিছু পাই ৷ তাই ব্যক্তিগতভাবে এই টাকা দিলাম ৷ এটা আমার পার্টির টাকা নয় ৷ " মমতা আরও বলেন, "এখনও অনেক সাংবাদিক বন্ধু আছে যাদের থাকার জায়গা পর্যন্ত নেই ৷ আমি রাজারহাটে দশ কাঠা জমি আপনাদের দিতে চাই ৷ জায়গাটা দেখে নিতে পারেন ৷ তারপর কী করবেন দেখে নেবেন ৷ আমি আপনাদের পরিবারের সদস্য ৷"

ভিডিয়োয় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

একইসঙ্গে এদিনের অনুষ্ঠানে মোবাইল ব্যবহার নিয়েও নিজের আসক্তির কথা জানান তিনি ৷ বলেন, "রাতে আমার ঠিক মতো ঘুম হয় না ৷ দু'ঘণ্টা অন্তর অন্তরই মোবাইল ঘাঁটি ৷" মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, "আগে কাজ করার পর রাতে অন্তত বিশ্রাম করত লোকজন ৷ এখন আর বিশ্রাম নেই ৷ ওই যে একটি ফোন আছে না মোবাইল ৷ মোবাইলের যুগে জীবনটাও মোবাইল হয়ে গেছে ৷ সারাক্ষণ মেসেজ আসছে, টুং টাং দুম দাম ৷ নয় কাউকে এস এম এসের উত্তর দিতে হচ্ছে, নয় কোথাও ঝামেলা হচ্ছে, না হলে এই কাজ, ওই কাজ করে দাও ৷ সারাক্ষণ চলছে ৷ আমার তো হাজরায় মার খাওয়ার পর রাতের ঘুমটাই চলে গেছে ৷ খুব কম ঘুম হয়৷ আর আমার এত বদঅভ্যাস যে, সবসময় দেখি কোথাও কিছু ঘটল না কি ৷ দু'ঘণ্টা পর পর ফোন দেখি ৷ রাত দুটোতেও দেখি এবং আবার ভোর চারটেতেও দেখি ৷ ভোর চারটেতেও উত্তর দিয়ে দিই ৷ যাকে পাঠাচ্ছি, অন্তত ঘুম থেকে উঠে সে দেখে নেবে ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে বিধানসভায় আইন আনা হবে।

Last Updated : Jul 23, 2019, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details