কলকাতা, 4 জুন : "কাকে খুশি করতে উনি জয়শ্রীরামের বিরোধিতা করছেন বুঝতে পারছি না । মুসলিমরা যখন আল্লা-হো-আকবর বলে, তখন তো কোনও হিন্দুর কষ্ট হয় না । তেমনই হিন্দুরা যখন জয়শ্রীরাম বলে তখনও মুসলিম ভাইদের কষ্ট হয় না । উনি হিন্দুও নন, মুসলিমও নন । উনি কোন ধর্মের ভগবানই জানেন ।" নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ।
লোকসভা নির্বাচনের পর ভাটপাড়া পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর BJP-তে যোগ দেন । এপ্রসঙ্গে উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "কিছু কাউন্সিলরকে ভয় দেখিয়ে অর্জুন সিং একাজ করেছে ।" এর উত্তরে আজ ব্যারাকপুরের সাংসদ বলেন, "ও তো আইনটাই বোঝে না । ওরাই তো আইন তৈরি করেছে, যার ফলে দু'বছর কোনও অনাস্থা আনা যাবে না । নিজেরা আইন তৈরি করে নিজেরাই যদি ভুলে যায়, তাহলে তার কী জবাব দেব ?"