পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলাম, বাংলায় অরাজকতার প্রমাণ এই হামলা : মুকুল - nagerbazar

আমাদের এক কর্মীর স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলাম । কোনও দলের সঙ্গে বৈঠক হয়নি । তাঁর গাড়িতে ভাঙচুরের পর একথা বললেন BJP নেতা মুকুল রায় ।

সাংবাদিকদের মুখোমুখি মুকুল রায়

By

Published : May 17, 2019, 5:16 AM IST

দমদম, ১৭ মে : জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তিনি । তারপরও তাঁর গাড়িতে যে ভাঙচুর হল, তা প্রমাণ করে বাংলায় অরাজকতা চলছে । রাজ্যের শাসকদলকে আক্রমণ করে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।

বৃহস্পতিবার রাতে নাগেরবাজারে একটি গেস্ট হাউজ়ে আসেন মুকুল রায় ও দমদম লোকসভা আসনের BJP প্রার্থী শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । ঘটনায় দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত পোদ্দার দাবি করেন, ওই গেস্ট হাউজ়ে স্থানীয় CPI(M) নেতা পল্টু দাশগুপ্তর সঙ্গে গোপন বৈঠক করছিল BJP নেতৃত্ব । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গেস্ট হাউজ় থেকে বেরিয়ে আসেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "রাজু আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আছে । রাজুর স্ত্রীর জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল । রাজু আমায় অনেকবার বলেছে দাদা তুমি একবার জন্মদিনের অনুষ্ঠানটা ছুঁয়ে যেও । আমি নির্বাচনী আইনটা খুব ভালো জানি । স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর আমি নিশ্চয় প্রচার করতে আসব না । কিন্তু কোনও পারিবারিক ক্ষেত্রে যাওয়ায় কোনও বাধা নেই । এটা সম্পূর্ণভাবে পারিবারিক অনুষ্ঠান । আমি ওই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি । যোগ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি দেখি কয়েকজন কোথা থেকে এসে ইট পাটকেল ছুড়ল । আমার গাড়িটা ভাঙচুর করল । আমি থানায় যাচ্ছি । অন্তত ওরা গাড়িটার সিজ়ার লিস্ট করে নিক । যে গাড়িতে কিছু ছিল কি না । গাড়িতে একটা কাগজ নিয়েও যাই না । বাংলায় যে অরাজকতা চলছে এটা তার প্রমাণ ।"

সাংবাদিকরা তাঁকে বলেন এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । অথচ বিক্ষোভ চলাকালীন স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে দেখা গেছে । এবিষয়ে মুকুলবাবু বলেন, "যদি তৃণমূলের লোক না হয় তাহলে CCTV ফুটেজে যাদের ছবি উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক । আমি অহেতুক রাজ্য পুলিশকে গালাগালি করতে আসিনি । তারাও ঘটনায় আহত হয়েছে । আঘাতপ্রাপ্ত হয়েছে । এটা কিন্তু হওয়া উচিত নয় ।"

CPI(M)-এর সঙ্গে গোপন বৈঠক প্রসঙ্গে মুকুল বলেন, "CPI(M), কংগ্রেস, RSP, কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যদি কারও সঙ্গে দেখা হয় তাহলে তাদের সঙ্গে কথা হতেই পারে । কিন্তু আমার সঙ্গে কারও কথা হয়নি । আমার সঙ্গে CPI(M)-এর কারও কথা হয়নি ।"

তিনি আরও যোগ করে বলেন, "গাড়িতে তাহলে টাকা থাকবে । কোনও লেনদেনই তো টাকা ছাড়া হয় না । পুলিশ পুরো বাড়ি তল্লাশি করেছে । মমতা ব্যানার্জি ভীত । তিনি বুঝেছেন এই রাজ্যের মানুষের মমতা ব্যানার্জির সরকারের প্রতি যে ঘৃণা রয়েছে তারই প্রতিফলন ঘটতে চলেছে এই নির্বাচনে । "

গেস্ট হাউজ় থেকে বেরিয়ে একই কথা বলেন শমীক ভট্টাচার্য । বলেন, "রাজু সরকার বছর দেড়েক হল আমাদের দলে যোগদান করেছে । আগে CPI(M)-এর কর্মী ছিল । এখন ও রেগুলার পার্টি করে । মুকুল রায়ের সঙ্গে অধিকাংশ সময় থাকে । এই এলাকায় সে পরিচিত । আজ ওর স্ত্রীর জন্মদিনের একটা পার্টি ছিল । অনেকদিন থেকে আমাদের ও নিমন্ত্রণ করেছিল । তাই মোদিজির সভা থেকে আমরা এসেছিলাম ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details