দমদম, ১৭ মে : জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তিনি । তারপরও তাঁর গাড়িতে যে ভাঙচুর হল, তা প্রমাণ করে বাংলায় অরাজকতা চলছে । রাজ্যের শাসকদলকে আক্রমণ করে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।
বৃহস্পতিবার রাতে নাগেরবাজারে একটি গেস্ট হাউজ়ে আসেন মুকুল রায় ও দমদম লোকসভা আসনের BJP প্রার্থী শমীক ভট্টাচার্য । তারপরই সেখানে তৃণমূলের কর্মীরা জমায়েত করে । ভাঙচুর করে তিনটি গাড়ি । ঘটনায় দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত পোদ্দার দাবি করেন, ওই গেস্ট হাউজ়ে স্থানীয় CPI(M) নেতা পল্টু দাশগুপ্তর সঙ্গে গোপন বৈঠক করছিল BJP নেতৃত্ব । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গেস্ট হাউজ় থেকে বেরিয়ে আসেন মুকুল রায় ও শমীক ভট্টাচার্য ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "রাজু আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আছে । রাজুর স্ত্রীর জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল । রাজু আমায় অনেকবার বলেছে দাদা তুমি একবার জন্মদিনের অনুষ্ঠানটা ছুঁয়ে যেও । আমি নির্বাচনী আইনটা খুব ভালো জানি । স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর আমি নিশ্চয় প্রচার করতে আসব না । কিন্তু কোনও পারিবারিক ক্ষেত্রে যাওয়ায় কোনও বাধা নেই । এটা সম্পূর্ণভাবে পারিবারিক অনুষ্ঠান । আমি ওই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছি । যোগ দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি দেখি কয়েকজন কোথা থেকে এসে ইট পাটকেল ছুড়ল । আমার গাড়িটা ভাঙচুর করল । আমি থানায় যাচ্ছি । অন্তত ওরা গাড়িটার সিজ়ার লিস্ট করে নিক । যে গাড়িতে কিছু ছিল কি না । গাড়িতে একটা কাগজ নিয়েও যাই না । বাংলায় যে অরাজকতা চলছে এটা তার প্রমাণ ।"