পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari : শাসকদলের বিধায়কের মন্তব্যের জন্য বিএসএফ ক্যাম্পে গিয়ে ক্ষমা চাইলেন শুভেন্দু - I apologize for My Colleagues comment on BSF

নিউটাউনে বিএসএফের দফতরে রাজ্যের বিজেপি বিধায়করা ৷ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিএসএফকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে সেখানে গেলেন শুভেন্দু অধিকারীরা ৷ সেই সঙ্গে সীমান্তে গরুপাচার রুখতে বিএসএফকে বিশেষ অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

i-apologize-for-my-colleagues-comment-on-bsf-says-suvendu-adhikari
‘‘সহকর্মীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছি’’, বিএসএফ ক্যাম্পে গিয়ে মন্তব্য শুভেন্দুর

By

Published : Nov 18, 2021, 8:01 PM IST

কলকাতা, 18 নভেম্বর : বিএসএফ নিয়ে বিধানসভায় উদয়ন গুহ’র মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপি ৷ ‘‘বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় ৷’’ উদয়ন গুহ’র এই মন্তব্যের কারণে নিউটাউনে বিএসএফের ক্যাম্পে গিয়ে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়করা ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে মঞ্চ থেকে বক্তৃতা দিতে গিয়ে শাসকদলের বিধায়কের বিতর্কিত মন্তব্যকে টেনে আনেন ৷ উদয়ন গুহ’র নাম না করেই শুভেন্দু বলেন, ‘‘বিধানসভায় শাসকদলের বিধায়ক বিএসএফের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন ৷ তার জন্য বিজেপির বিধায়করা বিএসএফের কাছে পদ্ম এবং মিষ্টি নিয়ে গিয়ে ক্ষমা চাইতে এসেছে ৷’’

প্রসঙ্গত, গত 16 নভেম্বর বিধানসভায় একটি প্রস্তাব পাশ করায় রাজ্য সরকার ৷ সীমান্তে বিএসএফের ক্ষমতা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করার বিরোধিতায় রাজ্য সরকারের তরফে একটি প্রস্তাব পাশ করানো হয় ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময়, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বিএসএফকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেন, বিএসএফ জওয়ানরা তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেন ৷ আগেই উদয়নের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল রাজ্য বিজেপি ৷ আজ সেই ইস্যুকে হাতিয়ার করেই বিএসএফ দফতরে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : ভৌগোলিক সীমা বাড়লেও ক্ষমতা বাড়েনি, মন্তব্য বিএসএফের আইজির

সীমান্তে বিএসএফের ক্ষমতার পরিধি বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানিয়ে শুভেন্দু বলেন, ‘‘দেশের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ এবং পাচার চক্র বন্ধ করতে বিএসএফের এই ক্ষমতা বৃদ্ধিকে আমরা স্বাগত জানাচ্ছি আর সেই সঙ্গে দেশের নিরাপত্তায় 24 ঘণ্টা সজাগ থাকার জন্য বিএসএফকে ধন্যাদ জানাই ৷ বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে জেএমবির মতো জঙ্গি সংগঠন নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে, সেখানে বিএসএফের এই ক্ষমতার পরিধি বৃদ্ধি পশ্চিমবঙ্গের জন্য খুবই জরুরি ৷’’

আরও পড়ুন : Udayan Guha : ‘তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় বিএসএফ’, উদয়নের মন্তব্যে তীব্র বিতর্ক

পাশাপাশি, ভারত-বাংলাদেশ সীমান্তে বিভিন্নরকম পাচার চক্রকে রুখতে বিএসএফের ক্ষমতাবৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন শুভেন্দু ৷ আর সেই প্রসঙ্গে, গরুপাচার চক্রের বিষয়টিকে এদিন তুলে আনেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেই প্রসঙ্গেই রাজ্যে ‘গো-মাতা’ প্রতি কিছু লোক অত্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি ৷ আর তাই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ যে জনকল্যাণমূলক কাজ করে, সেই তালিকায় যাতে গোশালা তৈরির কর্মসূচি নেয়, সেই আবেদনও করেন শুভেন্দু অধিকারী ৷ এদিন রাজ্যের বিএসএফ আধিকারিকদের হাতে পদ্মফুল এবং রসোগোল্লার হাঁড়ি তুলে দেন শুভেন্দু ৷ সেইসঙ্গে রাজ্যে সীমান্তবর্তী এলাকায়, যেখানে বিজেপির বিধায়ক রয়েছে ৷ সেখানে বিএসএফকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details