কলকাতা, 18 নভেম্বর : বিএসএফ নিয়ে বিধানসভায় উদয়ন গুহ’র মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামল বিজেপি ৷ ‘‘বিএসএফ তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেয় ৷’’ উদয়ন গুহ’র এই মন্তব্যের কারণে নিউটাউনে বিএসএফের ক্যাম্পে গিয়ে ক্ষমা চাইলেন বিজেপি বিধায়করা ৷ সেই দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে মঞ্চ থেকে বক্তৃতা দিতে গিয়ে শাসকদলের বিধায়কের বিতর্কিত মন্তব্যকে টেনে আনেন ৷ উদয়ন গুহ’র নাম না করেই শুভেন্দু বলেন, ‘‘বিধানসভায় শাসকদলের বিধায়ক বিএসএফের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন ৷ তার জন্য বিজেপির বিধায়করা বিএসএফের কাছে পদ্ম এবং মিষ্টি নিয়ে গিয়ে ক্ষমা চাইতে এসেছে ৷’’
প্রসঙ্গত, গত 16 নভেম্বর বিধানসভায় একটি প্রস্তাব পাশ করায় রাজ্য সরকার ৷ সীমান্তে বিএসএফের ক্ষমতা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করার বিরোধিতায় রাজ্য সরকারের তরফে একটি প্রস্তাব পাশ করানো হয় ৷ সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময়, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বিএসএফকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ৷ যেখানে তিনি অভিযোগ করেন, বিএসএফ জওয়ানরা তল্লাশির নামে মহিলাদের গোপনাঙ্গে হাত দেন ৷ আগেই উদয়নের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিল রাজ্য বিজেপি ৷ আজ সেই ইস্যুকে হাতিয়ার করেই বিএসএফ দফতরে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা ৷
আরও পড়ুন : BSF Jurisdiction : ভৌগোলিক সীমা বাড়লেও ক্ষমতা বাড়েনি, মন্তব্য বিএসএফের আইজির