কলকাতা, 22 ফেব্রুয়ারি : 1996 সালে তৃণমূলের টিকিটে রাজনীতিতে প্রবেশ । প্রথমবারই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয় । রাজনৈতিক পরিবারের বধূ হলেও রাজনীতি থেকে দূরেই ছিলেন । একটিবারের জন্য তাঁর কাছ থেকে পাঠ নিতে মুখিয়ে থাকত হাজার হাজার কলেজ পড়ুয়া । শিক্ষা জগতে বরাবরই বিচরণ তাঁর । 89 বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা বসু । মায়ের মৃত্যুতে শোকাহত ছেলে সুগত বসু । তবে, জানাতে ভুললেন না এমন মানুষকে মা হিসেব পেয়ে তিনি গর্বিত ।
বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গতকাল রাত 10টা 20 মিনিটে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । প্রাক্তন এই সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজসেবী থেকে শিক্ষাবিদ । শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।