কলকাতা, 30 নভেম্বর : দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ পথে নামল SUCI ও ছাত্র পরিষদ । মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাজুড়ে চলল দুটি রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি। আজ মধ্য কলকাতার হিন্দ সিনেমার সামনে মিছিল করে ছাত্র পরিষদ । অন্যদিকে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত মিছিলে সামিল হয় SUCI কর্মী সমর্থকরা ।
হায়দরাবাদ, ঝাড়খণ্ড, কালীঘাট সহ দেশের সর্বত্র নারী নির্যাতনের বিরুদ্ধে আজ বাম সংগঠনগুলি সরব হয় । তাদের স্লোগান ছিল " দেশ জুড়ে আজ দাপিয়ে বেড়ায় অত্যাচারীর নগ্ন রূপ, আমরা কি সব অন্ধ স্তাবক এসব দেখে রইব চুপ?"
পাশাপাশি বেহালায় মিছিল করে SFI, DYFI ও অন্যরা । বেহালা থেকে শুরু করে মিছিল চলে গোপাল নগর মোড় পর্যন্ত ।
এই বিষয়ে, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "হায়দরাবাদে যেভাবে পশু চিকিৎসককে ধর্ষণ করা হল তাতে বোঝা যাচ্ছে গোটা দেশে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই । BJP সরকার একদিকে 'বেটি বাঁচাও বেটি পড়াও' কর্মসূচি নিয়েছে । অন্যদিকে দেশজুড়ে বেড়ে চলেছে ধর্ষণ । কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতার বিরুদ্ধে আজ BJP সাংসদদের কুশপুতুল দাহ করে ছাত্র পরিষদ ।