কলকাতা, 5 ডিসেম্বর : সোমবার বোনের বিয়ে । সেই বিয়েতে যোগ দিতে চেয়েছিলেন । যেতে চেয়েছিলেন লখনউ । কিন্তু স্বামী শিশুপুত্রের অসুস্থতার কারণ দেখিয়ে নিয়ে যেতে রাজি হয়নি । তারপরই আজ বহুতল থেকে ঝাঁপ দেন ওই গৃহবধূ। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পুলিশের প্রাথমিক অনুমান, বোনের বিয়েতে না নিয়ে যাওয়ার অভিমানে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ । দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গতবছর খুশবু কুমারীর বিয়ে হয় রাজকুমার গুপ্তার সঙ্গে । তাঁরা থাকতেন কসবা থানা এলাকার মধ্যপাড়া নস্করহাটে । তাঁদের সঙ্গেই থাকতেন রাজকুমারের বাবা প্রসাদ গুপ্ত এবং মা কলাবতী দেবী । মাস তিনেক আগে মা হন খুশবু কুমারী । দিন কয়েক আগে তাঁদের শিশুপুত্র অসুস্থ হয়। সেই অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভরতি করতে হয়। সন্তানের অসুস্থতা নিয়ে যথেষ্ট বিচলিত ছিলেন রাজকুমার। এদিকে সোমবার খুশবু কুমারীর বোনের বিয়ে। সেই অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন তিনি । তাতে আপত্তি ছিল রাজকুমারের । লখনউয়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ ছেলেকে নিয়ে যেতে চাননি তিনি ।