কলকাতা, 14 জানুয়ারি:শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার শতাধিক কচ্ছপ (Hundreds of Tortoise were Rescued) ৷ শুক্রবার সকালে 33823 আপ শিয়ালদা-ব্যান্ডেল লোকালের 15278 নম্বর কামরা থেকে কচ্ছপগুলি উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী ৷ উদ্ধারের পর কচ্ছপগুলিকে বন দফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার শিয়ালদা শাখায় সিআইবি ও সিপিডিটি যৌথ উদ্যোগে অভিযান চালায় ৷ সেই অভিযানেই 124টি জীবন্ত কচ্ছপ ও দু‘টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে ৷ এই কচ্ছপগুলিকে 6টি ভিন্ন রঙের চটের বস্তায় মুখ বন্ধ করে পাচার করা হচ্ছিল । শিয়ালদহ স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালানোর সময় রেল সুরক্ষা বাহিনীর সন্দেহ হওয়ায় তাঁরা ওই বস্তাগুলি খুলে দেখতে চান । তখনই বস্তা বন্দি কচ্ছপ ধরা পড়ে । বস্তার ভেতর থেকে 124টি জীবন্ত কচ্ছপ ও 2টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে । সূত্রের খবর, দীর্ঘক্ষণ বস্তাগুলি প্ল্যাটফর্মে পড়ে ছিল । কর্তব্যরত আরপিএফ কর্মীরা বস্তাগুলি বাজেয়াপ্ত করেন । এরপর বস্তাগুলি হাওড়া বিভাগের বিভাগীয় বন আধিকারিকের হাতে তুলে দেয় আরপিএফ ।