পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Huge Money Recovered: 24 ঘণ্টার মধ্যে কলকাতায় ফের বিপুল টাকার হদিশ, উদ্ধার 1 কোটি টাকা - কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা

ফের শহরে কোটি টাকা উদ্ধার (Money Recovered)। এবার দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট থেকে উদ্ধার করা হল এই বিপুল পরিমাণ টাকা ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে। গতকালই কোটি টাকা উদ্ধার করা হয় বালিগঞ্জ থেকে। এবার স্থান গড়িয়াহাট ।

Huge Money Recovered
টাকা উদ্ধারে গ্রেফতার দুই

By

Published : Feb 9, 2023, 10:05 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: গতকাল খাস কলকাতার বালিগঞ্জ থেকে কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মোট 1 কোটি 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই ফের মহানগরের বুকে উদ্ধার 1 কোটি টাকা। তবে এই টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (Kolkata Police STF)। ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, যে দু'জনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম দুলাল মণ্ডল এবং মুকেশ সরস্বত। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি বিলাসবহুল গাড়ি। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানার অন্তর্গত মুক্তি ওয়ার্ল্ডের বাইরে। পুলিশ সূত্র থেকে আরও জানা গিয়েছে, আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল যে দুই ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে গড়িয়াহাট এলাকায় আসবে। আগাম খবর থাকার ফলে আগে থেকেই সাদা পোশাকে ঘটনাস্থলে হাজির হয়ে যান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।

এরপরই একটি গাড়ি থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে নামিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ওই ব্যাগ থকেই উদ্ধার হয় এক কোটি টাকা। তবে তারা ওই বিপুল পরিমাণে টাকা নিয়ে গড়িয়াহাটের মতো জায়গায় সঠিক কী করতে এসেছিলেন সেই সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি। ফলে তাদেরকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। যদিও ওই বিপুল পরিমাণের টাকা ওই ব্যক্তি কার হাতে তুলে দিতে গড়িয়াহাটে এসেছিল এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:12 কোটির সম্পত্তি ক্রয় মাত্র 9 কোটিতে, প্রভাবশালীর তত্ত্ব খাড়া ইডির

গতকালই কয়লা পাচারের টাকা বাজারে খাটানোর অভিযোগে বালিগঞ্জ ম্যাডক্স স্কোয়্যারের কাছে একটি বেসরকারীর নির্মাণ সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। প্রায় 10 ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর সেখান থেকে উদ্ধার হয় 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার করা হয়। অভিযোগ, কয়লা পাচারের টাকা এই সকল কোম্পানিতে লগ্নি করে কালো টাকা থেকে সেগুলি সাদা টাকায় রূপান্তর করার কাজ চলছিল।

ABOUT THE AUTHOR

...view details