কলকাতা, 9 অগস্ট:কলকাতা মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোয় উল্লেখযোগ্যভাবে যাত্রী সংখ্যা বেড়েছে । গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসেই মেট্রোর এই অংশে শতাংশের নিরিখে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 436 শতাংশ । চলতি বছর জুন ও জুলাই মাসের পরিসংখ্যান অনুযায়ী ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা যথাক্রমে 9.16 ও 10.09 লক্ষ ।
কলকাতা মেট্রোরেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, 2023-24 সালে আর্থিক বছরে প্রথম চার মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা গত আর্থিক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে । চলতি বছরের 1 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল 36.97 লক্ষ ৷ অন্যদিকে, গত বছর এই লাইনেই যাত্রী সংখ্যা ছিল 6.89 লক্ষের কিছু বেশি ৷ অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসেই (এপ্রিল থেকে জুলাই) গ্রিন লাইনে যাত্রী সংখ্যা বেড়েছে 436 শতাংশ । 2022 সালের জুন ও জুলাই মাসে গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে 61 হাজার ও 5.3 লক্ষ। সংখ্যা বিচার করলে একটা বিষয় স্পষ্ট যে, যাত্রীদের মধ্যে এই অংশের মেট্রোর চাহিদা বেড়েছে ।
নর্থ-সাউথ মেট্রোর পরিষেবা যা শহরবাসীর যাতায়াতের ক্ষেত্রে লাইফ লাইনও ৷ এটি যেমন জনপ্রিয় তেমনই, ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনও । যাত্রী সংখ্যা বৃদ্ধিতে আয়ে বেড়েছে মেট্রো রেলেরও । এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।