পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Explosive Recovery: বর্ষবরণের প্রাক্কালে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেফতার দুই - কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

বর্ষবরণের আগে খাস কলকাতায় উদ্ধার 40 কেজি পরিমাণ বিস্ফোরক (Huge amount of explosive recovered in Kolkata before new year) ৷ গোপন সূত্রে খবর পেয়ে বামনঘাটা হাইওয়ে থেকে বিস্ফোরক-সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Explosive Recovery
বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই

By

Published : Dec 28, 2022, 7:24 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: বর্ষবরণের আগে খাস কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata police STF) জালে বীরভূমের দুরবাজপুরের দুই ৷ প্রায় 40 কেজি বিস্ফোরক-সহ দুই পাচারকারীকে এদিন লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত সোনারপুর বামনঘাটা হাইওয়ে থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (Huge amount of explosive recovered in Kolkata before new year) ৷ গ্রেফতার দুই অভিযুক্তদের নাম শেখ রমজান এবং শেখ ফিরোজ।

ধৃত শেখ রমজান এবং শেখ ফিরোজ বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অপারেশন চালিয়ে দুই পাচারকারীকে এদিন গ্রেফতার করা হয়। বর্ষবরণের ঠিক আগে কলকাতায় কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণের বিস্ফোরক আনা হচ্ছিল, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃতদের এদিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। দফায়-দফায় জেরা করে পাচাক-কাণ্ডে আর কারা কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন:'নন্দন এখন তৃণমূলের সিন্ডিকেট', কুণালকে জবাব দিয়ে মিঠুনের পাশে রুদ্রনীল

লালবাজার সূত্রে খবর, স্পেশাল টাস্ক ফোর্স-এর গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত সোনারপুর বামন ঘাটা হাইওয়েতে সাদা পোশাকে হাজির ছিল। এরপর বাইকে দুই পাচারকারীকে ব্যাগ সমেত দেখতেই কর্তব্যরত পুলিশকর্মীরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ৷ পরবর্তীতে ব্যাগ খুলতেই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় সেখান থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details