কলকাতা, 28 ডিসেম্বর: বর্ষবরণের আগে খাস কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক। ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata police STF) জালে বীরভূমের দুরবাজপুরের দুই ৷ প্রায় 40 কেজি বিস্ফোরক-সহ দুই পাচারকারীকে এদিন লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত সোনারপুর বামনঘাটা হাইওয়ে থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (Huge amount of explosive recovered in Kolkata before new year) ৷ গ্রেফতার দুই অভিযুক্তদের নাম শেখ রমজান এবং শেখ ফিরোজ।
ধৃত শেখ রমজান এবং শেখ ফিরোজ বীরভূমের দুবরাজপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অপারেশন চালিয়ে দুই পাচারকারীকে এদিন গ্রেফতার করা হয়। বর্ষবরণের ঠিক আগে কলকাতায় কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণের বিস্ফোরক আনা হচ্ছিল, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ধৃতদের এদিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। দফায়-দফায় জেরা করে পাচাক-কাণ্ডে আর কারা কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা করছে পুলিশ ৷