কলকাতা, 4 মার্চ : কয়েক দিন পর স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা দিতে চলেছে পড়ুয়ারা । উচ্চমাধ্যমিক । এরপর স্কুল গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পা । স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে পরীক্ষার্থীরা । চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । তাদের সাহায্যে লাস্ট মিনিট সাজেশন ETV ভারতে । ইংরেজি বিষয়ের পরামর্শ দিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠ প্রধান শিক্ষিক পরিমল ভট্টাচার্য । তিনি পড়ুয়াদের বললেন, ইংরেজির জন্য কোন দিকে নজর দিতে হবে শেষ মুহূর্তে । প্রকাশিত হবে 2টি পর্বে । আজ প্রথম পর্ব...
এক নজরে তাঁর টিপস :
MCQ প্রশ্ন
- ইংরেজিতে এখন যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা আত্মবিশ্বাসী হলে পরীক্ষা ঠিক ঠাকই হবে । ক্লাস 11-এ প্রায় একই সিস্টেম ছিল, টুয়েলভের মতোই ।
- শুধুমাত্র চারটি পদ্য, চারটি গদ্য এবং একটি নাটক শুধু ভিন্ন । প্রতিটি ভাগ থেকেই চার নম্বর করে 12 নম্বরের MCQ প্রশ্ন থাকবে । যে টেক্সট বইগুলো ভালো করে পড়বে তার জন্য সম্পূর্ণ নম্বর পাওয়া খুব সহজ ।
ছোটো প্রশ্ন
- MCQ-এর পরেই ছোটো প্রশ্ন আসবে । SAQ-এর ক্ষেত্রেও খুব বেশি সমস্যা নেই ।
- গদ্য থেকে এক নম্বরের চারটে ও পদ্য থেকে এক নম্বরের চারটে করে প্রশ্ন থাকবে । মোট আট নম্বর থাকবে । নাটক থেকে কোনও ছোটো প্রশ্ন হবে না । এগুলির জন্য এক লাইন করে লেখাটা খুব একটা সমস্যার নয় ।
- 12 নম্বরের MCQ এবং 8 নম্বরের SAQ -র 20 নম্বর হাতের পাঁচ ধরে নিতে হবে ।