পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক - exam

শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ৮ লাখ ১৬ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।

ফাইল ফোটো

By

Published : Feb 26, 2019, 8:15 AM IST

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ২৪৩ জন। পরীক্ষা চলবে ১৩ মার্চ পর্যন্ত। এবছর ছাত্রদের থেকে ৬৩ হাজার ৪১৩ জন বেশিজন ছাত্রী পরীক্ষায় বসছে।

রাজ্যের ২ হাজার ১১৭টি কেন্দ্রে পরীক্ষা হবে। এর মধ্যে ২৫০টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সংসদের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। ৮ জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

মাধ্যমিকে একাধিক প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে। তাই এবার সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মোবাইল নিয়ে থাকছে কঠোর বাধা নিষেধ। কয়েকটি স্পর্শকাতর এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।

ABOUT THE AUTHOR

...view details